ঢাকা, ৬ জুলাই ২০২৫, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৯ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

বার্সেলোনার বিরুদ্ধে ষড়যন্ত্র দেখছেন লাপোর্তা

এল ক্লাসিকোতে ভিন্ন লড়াই রিয়াল-বার্সার

স্পোর্টস ডেস্ক
১৯ মার্চ ২০২৩, রবিবার
mzamin

২০১৯-এর পর স্প্যানিশ লা লিগা শিরোপার স্বাদ পায়নি এফসি বার্সেলোনা। এ সময় কাতালানরা শিরোপা উৎসব করতে দেখেছে রাজধানীর দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদকে। এবার অবশ্য বার্সার প্রবল সম্ভাবনা। স্প্যানিশ এল ক্লাসিকোতে আজ মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। তবে তার আগে ভিন্ন ইস্যুতে মাঠের বাইরেও চলছে লড়াই।  বার্সেলোনার ন্যু ক্যাম্প মাঠে খেলা শুরু বাংলাদেশ সময় রাত ২টায়। আজ জয় পেলে  চিরপ্রতিদ্বন্দ্বীদের অনেকটাই নাগালের বাইরে চলে যাবে কাতালান জায়ান্টরা। অন্য দিকে শিরোপার দৌড়ে টিকে থাকতে আজ অবশ্যই জয় চাই মাদ্রিদিস্তাদের। লা লিগা তালিকার শীর্ষে দু’দলের ফারাক ৯ পয়েন্টের। ২৫ ম্যাচে বার্সেলোনার সংগ্রহ ৬৫ পয়েন্ট। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে শিরোপাধারী রিয়াল মাদ্রিদ। তবে বড় ম্যাচের আগে ভিন্ন কারণে অস্থিরতা বার্সেলোনা শিবিরে। স্প্যানিশ লা লিগার চলতি মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকো সামনে রেখে গতকাল ঘুষ কেলেঙ্কারি নিয়ে কথা বলেন বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা। কঠিন সময়ে ক্লাবের সমর্থকদের পাশে থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে প্রতিপক্ষকে দেন পাল্টা হুঁশিয়ারি। বার্সেলোনার বিরুদ্ধে অভিযোগ রেফারিদের টেকনিক্যাল কমিটির সহ-সভাপতিকে মোটা অংকের ঘুষ দেওয়ার। এ নিয়ে আলাদতে মামলা দায়ের করেছেন স্প্যানিশ প্রসিকিউটররা। বিচারক মামলাটি আমলে নিলে সরকারি আইনজীবীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বার্সার বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামবে বলে ঘোষণা দিয়েছে রিয়াল মাদ্রিদ। বিষয়টি ভালো লাগেনি বার্সা সভাপতি লাপোর্তার। তার মতে, ‘সবাই এখন একজোট হয়েছে।’ পাল্টা হুঁশিয়ারি দিয়ে ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে বার্সা সভাপতি লাপোর্তা বলেছেন, ‘এই রোববার আমাদের দুর্দান্ত একটা ম্যাচ রয়েছে এবং আগের চেয়েও বেশি সমর্থন দরকার। লক্ষ্যের কাছাকাছি পৌঁছাতে এটা আমাদের জন্য বড় একটা সুযোগ। তাহলে আমরা লীগ জিততে পারবো। আমরা যে প্রচারণার শিকার হচ্ছি তা ভাগ্যবশত নয়। এটা স্বল্পমেয়াদে দলকে অস্থিতিশীল করে তোলার প্রক্রিয়া। যেটির মূল লক্ষ্য সবকিছু নিয়ন্ত্রণে নেওয়া এবং বার্সেলোনাকে দখল করা। আমি আপনাকে ব্যাখ্যা দিতে পারি কেন এবং কীভাবে তারা বাধা দিয়ে পরবর্তী পরিকল্পনা সাজাতে চায়। কোনো সন্দেহ নেই, আমরা আমাদের বাঁচাবো। শুধু তাই নয়, আমরাও আক্রমণ করবো।’ বার্সা সভাপতি যাই বলুন না কেন, পরিস্থিতি এখন ক্লাবের অনুকূলে নেই। প্রাথমিক জবাবটা তাই মাঠেই দিতে চান লাপোর্তা। তিনি বলেন ‘এখন আমাদেরকে খেলোয়াড়দের উৎসাহিত করতে হবে। এটি (রেফারিকে ঘুষ দেওয়ার অভিযোগ) প্রচারের উদ্দেশ্য হচ্ছে আমাদের দলকে অস্থিতিশীল করে তোলা। ম্যাচটা জিততে হলে এখন আমাদের কোচ এবং খেলোয়াড়দের সাহস জোগাতে হবে।’ চলতি লা লিগায় ২৫ ম্যাচের ২১টিতে জয় দেখেছে কোচ জাভি হার্নান্দেজের বার্সেলোনা। তারা গোল হজম করেছে মাত্রই ৮টি। চ্যাম্পিয়ন্স লীগে অনুজ্জ্বল নৈপুণ্যের পর উয়েফা ইউরোপা লীগে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে বিদায় নেয় বার্সেলোনা। এবারের স্প্যানিশ সুপার কাপ জয়ী বার্সেলোনার সুযোগ রয়েছে কোপা দেল রে জয়েরও। আর নিজেদের ডেরায় এবার আসর সোর নৈপুণ্য বার্সার। চলতি লা লিগায় নিজেদের ন্যু ক্যাম্প মাঠে ১২ ম্যাচ থেকে সর্বোচ্চ ৩২ পয়েন্ট কুড়িয়েছে বার্সেলোনা। অন্য দিকে চলতি মৌসুম প্রতিপক্ষের মাঠে উজ্জ্বল রেকর্ড রিয়াল মাদ্রিদেরও। ১৩ অ্যাওয়ে ম্যাচ থেকে রিয়াল কুড়িয়েছে ২৮ পয়েন্ট। লা লিগায় সাম্প্রতিক এল ক্লাসিকো দ্বৈরথেও এগিয়ে রিয়াল। লীগে শেষ ৬ সাক্ষাতের পাঁচটিতে জয়ের স্মৃতি মাদ্রিদিস্তাদের। আর নিজেদের ন্যু ক্যাম্প মাঠে রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার জয় নেই দীর্ঘ পাঁচ বছর। ন্যু ক্যাম্পে বার্সেলোনা রিয়ালকে সর্বশেষ হারিয়েছিল ২০১৮ সালে। এরই মধ্যে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে শিরোপাধারী রিয়াল মাদিদ্র। কোচ কার্লো আনচেলোত্তির দল রয়েছে কোপা দেল রে শিরোপার দৌড়েও।

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status