খেলা
বার্সেলোনার বিরুদ্ধে ষড়যন্ত্র দেখছেন লাপোর্তা
এল ক্লাসিকোতে ভিন্ন লড়াই রিয়াল-বার্সার
স্পোর্টস ডেস্ক
১৯ মার্চ ২০২৩, রবিবার
২০১৯-এর পর স্প্যানিশ লা লিগা শিরোপার স্বাদ পায়নি এফসি বার্সেলোনা। এ সময় কাতালানরা শিরোপা উৎসব করতে দেখেছে রাজধানীর দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদকে। এবার অবশ্য বার্সার প্রবল সম্ভাবনা। স্প্যানিশ এল ক্লাসিকোতে আজ মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। তবে তার আগে ভিন্ন ইস্যুতে মাঠের বাইরেও চলছে লড়াই। বার্সেলোনার ন্যু ক্যাম্প মাঠে খেলা শুরু বাংলাদেশ সময় রাত ২টায়। আজ জয় পেলে চিরপ্রতিদ্বন্দ্বীদের অনেকটাই নাগালের বাইরে চলে যাবে কাতালান জায়ান্টরা। অন্য দিকে শিরোপার দৌড়ে টিকে থাকতে আজ অবশ্যই জয় চাই মাদ্রিদিস্তাদের। লা লিগা তালিকার শীর্ষে দু’দলের ফারাক ৯ পয়েন্টের। ২৫ ম্যাচে বার্সেলোনার সংগ্রহ ৬৫ পয়েন্ট।
বিজ্ঞাপন