ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

ওয়েলিংটনে জোড়া ডাবলে একগাদা রেকর্ড

স্পোর্টস ডেস্ক
১৯ মার্চ ২০২৩, রবিবার
mzamin

সর্বশেষ দুই টেস্টে কেইন উইলিয়ামসনের ব্যাট কথা বলেছিল দ্বিতীয় ইনিংসে। প্রথম ইনিংসে এক অঙ্কে আটকে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসে তুলেছিলেন সেঞ্চুরি। এবার শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসেই তিন অঙ্ক ছুঁয়ে ফেললেন উইলিয়ামসন, যা শেষ পর্যন্ত টেনে নিয়েছেন ডাবল সেঞ্চুরিতে। টানা তিন টেস্টে সেঞ্চুরি করা উইলিয়ামসনের সঙ্গে তাল মিলিয়েছেন হেনরি নিকোলসও। বাঁহাতি এ ব্যাটসম্যান তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। দু’জনের ডাবল সেঞ্চুরিতে ভর করে ৪ উইকেটে ৫৮০ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে নিউজিল্যান্ড। শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে ২ উইকেটে ২৬ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে। ওয়েলিংটন টেস্টের প্রথম দিনে ছিল বৃষ্টির দাপটের পর দ্বিতীয় দিনে ওয়ানডের গতিতে রান তুলেছে। নিউজিল্যান্ডের বড় স্কোরের দুই নায়ক উইলিয়ামসন ও নিকোলস। টানা তৃতীয় টেস্ট সেঞ্চুরিকে উইলিয়ামসন রূপ দেন ডাবল সেঞ্চুরিতে।

বিজ্ঞাপন
২৩ চার ও ২ ছক্কায় ২১৫ রানের ইনিংস খেলেন তিনি ২৯৬ বলে। স্টাইলিশ ব্যাটসম্যানের ২৮তম টেস্ট সেঞ্চুরি এটি, ডাবল সেঞ্চুরি হলো ৬টি। দেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরির রেকর্ড আগে থেকেই ছিল তার। এবার তা আরও সমৃদ্ধ হলো। নিকোলস এক বছর ধরেই নিজেকে হারিয়ে খুঁজছিলেন এই সংস্করণে। গত বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্রাইস্টচার্চে সেঞ্চুরির পর টানা ১৫ ইনিংসে ফিফটি ছুঁতে পারেননি তিনি। অবশেষে সেই দুঃসময় কাটিয়ে উঠলেন তিনি। ফিফটি পেরিয়ে সেঞ্চুরি ছাড়িয়ে তিনিও পৌঁছে যান ডাবল সেঞ্চুরিতে। ১৫ চার ও ৪ ছক্কায় অপরাজিত ২০০ করেন তিনি স্রেফ ২৪০ বলে। বাঁহাতি ব্যাটসম্যানের ৫৪ টেস্টের ক্যারিয়ারে নবম সেঞ্চুরি এটি। তবে ডাবল সেঞ্চুরির স্বাদ পেলেন প্রথমবার। নিউজিল্যান্ডের ৯৩ বছর আর ৪৬৪ টেস্টের ইতিহাসে একই ইনিংসে দু’টি ডাবল সেঞ্চুরি হলো এই প্রথম। তৃতীয় উইকেটে এই দু’জন গড়েন ৩৬৩  রানের জুটি। টেস্টে কিউইদের পঞ্চম সেরা জুটি এটি। সবচেয়ে বড় জুটির রেকর্ডও তৃতীয় উইকেটে, ভেন্যু ও প্রতিপক্ষও একই। ১৯৯১ সালে ওয়েলিংটনেই লঙ্কানদের বিপক্ষে ৪৬৭ রানের জুটি গড়েন মার্টিন ক্রো ও অ্যান্ড্রু জোন্স। ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে ক্রাইস্টচার্চে ৩৬৯ রানের জুটি গড়েছিলেন এই উইলিয়ামসন ও নিকোলস। এই প্রথম নিউজিল্যান্ডের হয়ে একাধিক ট্রিপল সেঞ্চুরির বন্ধন গড়লেন একই জুটি।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status