খেলা
ওয়েলিংটনে জোড়া ডাবলে একগাদা রেকর্ড
স্পোর্টস ডেস্ক
১৯ মার্চ ২০২৩, রবিবার
সর্বশেষ দুই টেস্টে কেইন উইলিয়ামসনের ব্যাট কথা বলেছিল দ্বিতীয় ইনিংসে। প্রথম ইনিংসে এক অঙ্কে আটকে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসে তুলেছিলেন সেঞ্চুরি। এবার শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসেই তিন অঙ্ক ছুঁয়ে ফেললেন উইলিয়ামসন, যা শেষ পর্যন্ত টেনে নিয়েছেন ডাবল সেঞ্চুরিতে। টানা তিন টেস্টে সেঞ্চুরি করা উইলিয়ামসনের সঙ্গে তাল মিলিয়েছেন হেনরি নিকোলসও। বাঁহাতি এ ব্যাটসম্যান তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। দু’জনের ডাবল সেঞ্চুরিতে ভর করে ৪ উইকেটে ৫৮০ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে নিউজিল্যান্ড। শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে ২ উইকেটে ২৬ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে। ওয়েলিংটন টেস্টের প্রথম দিনে ছিল বৃষ্টির দাপটের পর দ্বিতীয় দিনে ওয়ানডের গতিতে রান তুলেছে। নিউজিল্যান্ডের বড় স্কোরের দুই নায়ক উইলিয়ামসন ও নিকোলস। টানা তৃতীয় টেস্ট সেঞ্চুরিকে উইলিয়ামসন রূপ দেন ডাবল সেঞ্চুরিতে।