শেষের পাতা
ক্ষমতাসীনরা নির্বাচনী ব্যবস্থার কফিনে শেষ পেরেকটি ঠুকেছে
স্টাফ রিপোর্টার
১৮ মার্চ ২০২৩, শনিবার
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনকে কেন্দ্র করে ভোট ডাকাতিতে সিদ্ধহস্ত আওয়ামী লীগের মুখোশ আরেকবার উন্মোচিত হয়েছে। দেশের নির্বাচনী ব্যবস্থার কফিনে শেষ পেরেকটি ঠুকানো হয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে। রাজনৈতিকভাবে আওয়ামী লীগ একটি দেউলিয়া দলে পরিণত হয়েছে। যার কারণে আইনজীবীদের একটি সমিতির নির্বাচনেও পুলিশ ও বহিরাগতদের ব্যবহার করে নিজেদের প্রার্থীদের বিজয়ী ঘোষণা করতে হয়। এটা বড় লজ্জার বিষয়। গতকাল সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির তথাকথিত নির্বাচন বাতিলের দাবি জানাচ্ছি। একইসঙ্গে ‘একতরফা’ নির্বাচনের ফলাফল বাতিল ও নতুন নির্বাচনের দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে ঘিরে বিজ্ঞ আইনজীবীদের পাশাপাশি দেশের সাধারণ মানুষেরও ব্যাপক আগ্রহ ছিল। কিন্তুু আমরা দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করেছি যে, দেশের অন্য সকল নির্বাচনের মতো সর্বোচ্চ আদালতের আইনজীবীদের সমিতির নির্বাচনেও ক্ষমতাসীন আওয়ামী লীগের যে রাজনৈতিক চরিত্র, তার নগ্ন বহিঃপ্রকাশ ঘটেছে।
পাঠকের মতামত
এখন আপনারা কি করবেন? কফিনের পেরাকগুলো খুলতে পারবেন?