ভারত
বিবিসি কার্যালয়ে আজও তল্লাশি, সাংবাদিক মহলের তীব্র প্রতিক্রিয়া, কংগ্রেসের প্রতিবাদ
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ১৫ ফেব্রুয়ারি ২০২৩, বুধবার, ১১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১১ পূর্বাহ্ন

মঙ্গলবার সকাল ১১টায় শুরু হয়েছিল, বুধবার সকালেও তা চলছে। বিবিসি’র মুম্বাই ও দিল্লি দপ্তরে আয়কর হানা চলছেই। বাজেয়াপ্ত করা হয়েছে কিছু ল্যাপটপ ও ফোন। সেসব থেকে তথ্য বের করার কাজ চলছে। আয়কর দপ্তরের বক্তব্য, বাণিজ্য সংক্রান্ত বিষয়েই তাদের এই অভিযান। কিন্তু এই হানা সম্পর্কে তীব্র প্রতিবাদ জানিয়েছে এডিটর্স গিল্ড অফ ইন্ডিয়া, প্রেস ক্লাব অয ইন্ডিয়া এবং ডিজিটাল মিডিয়া ইউনিয়ন। তারা মনে করছে- এটা সংবাদ মাধ্যমের ওপর আক্রমণ। ইন্ডিয়া, দ্য মোদি কোয়েশ্চেন তথ্য চিত্রটি প্রকাশ পাওয়ার পরই বিবিসি’র ওপর এই আক্রমণের নিন্দার ভাষা নেই বলে জানিয়েছে এডিটর্স গিল্ড এবং প্রেস ক্লাব। কংগ্রেস বিষয়টিকে স্বাধীন সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা বলে মনে করছে। তাদের ধারণা, গোধরা কাণ্ড নিয়ে মোদির মুখোশ খুলে যেতেই এই আক্রমণ নেমে এসেছে।
বিজেপির জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়ে বিবিসিকে চক্রান্তকারী বলে উল্লেখ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বর্তমান ঘটনাটিকে অর্থকরী অনুসন্ধান বলে ব্যক্ত করেও বলেছেন, বিবিসি ২০০২ সাল থেকে মোদিজির ইমেজ ভাঙার কাজ করে আসছে। বিবিসি একটি বিবৃতিতে ভারতীয় এজেন্সিকে সবরকম সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছে। বৃটিশ সরকার অবশ্য এই বিষয়ে নীরবই আছে।