বিশ্বজমিন
যেন পারমাণবিক বোমার বিস্ফোরণ
মানবজমিন ডেস্ক
(১ মাস আগে) ৭ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার, ৭:৫০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৩ অপরাহ্ন

যেন পারমাণবিক বোমার বিস্ফোরণ হয়েছে। তুরস্ক সফরে থাকা বৃটেনের ইয়র্কশায়ারের ২৯ বছর বয়সী টিমোথি হোয়াইটনিং তার অভিজ্ঞতা বর্ণনা করছিলেন এভাবে। তিনি বলেন, ঘটনার সময় একটি গেস্ট হাউজে ছিলেন। ঘুমাচ্ছিলেন। আকস্মিক ঝাঁকুনিতে তিনি জেগে ওঠেন। দাঁড়িয়ে কাঁপতে থাকেন। ভীষণ আতঙ্কিত হয়ে ওঠেন। তবে তিনি পালিয়ে যেতে সক্ষম হন। বিবিসিকে বলেন, ভূমিকম্পের সময় আমি একটি দ্বিতল ভবনের দ্বিতীয় তলায় ছিলাম। মনে হচ্ছে আমি খুবই সৌভাগ্যবান।
বিজ্ঞাপন
টিমোথি অবস্থান করছিলেন আন্তাকিয়ার হাতায়ে শহরে। সেখান থেকে পায়ে হেঁটে বেরিয়ে আসেন। তারপর একটি গাড়ি ধরে চলে যান আদানায়। এখন সেখানেই অবস্থান করছেন তিনি। টিমোথি বলেন, চারদিক থেকে মানুষজন ছুটে যাচ্ছিল। তাদের অর্ধেকেরই বেশি খালি পায়ে। পুরো দৃশ্য নৈরাজ্যকর। ধ্বংসস্তূপের নিচ থেকে মানুষের বাঁচার আকুতি বেরিয়ে আসছিল। কিন্তু দুর্ভাগ্যের হলো, আমরা তাদেরকে বের করে আনতে পারিনি।