অনলাইন
বাবার সামনেই অটোরিকশার চাকায় পিষ্ট ছেলে
সিরাজগঞ্জ প্রতিনিধি
(১ মাস আগে) ৭ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার, ১১:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:২৩ অপরাহ্ন

সিরাজগঞ্জে অটোরিকশার ধাক্কায় মো. সিফাত রহমান (৮) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে শহরের বাহির গোলা পাঠশালা স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
নিহত সিফাত সদর উপজেলা খোকশাবাড়ী গ্রামের আব্দুল আল মামুনের ছেলে ও পাঠশালা স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে বাবা আব্দুল আল মামুনের মোটরসাইকেলযোগে পৌর এলাকার বাহির গোলা পাঠশালা স্কুলের সামনে এলে রাস্তা পার হওয়ার সময় কাঠেরপুল থেকে একটি অটোরিকশা শহরের চৌরাস্তা দিকে যাওয়া সময় সিফাত রহমানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সিফাত রহমান মারা যায়।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, অটোরিকশার ধাক্কায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় অটোরিকশাটি আটক করা হলেও চালক পালিয়ে যায়। নিহতের মরদেহ পরিবারে নিকট হস্তান্তর করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিত্তে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।