ঢাকা, ১৩ মে ২০২৫, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

প্রধান বিচারপতি

হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিল এটিই প্রথম

স্টাফ রিপোর্টার

(৫ ঘন্টা আগে) ১৩ মে ২০২৫, মঙ্গলবার, ১:০৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:০৯ অপরাহ্ন

mzamin

রাজনৈতিক দল হিসেবে হাইকোর্টের রায়ে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের বিষয়টি বাংলাদেশের ইতিহাসে এটিই প্রথম বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। মঙ্গলবার সকালে জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরে পেতে করা আপিলের শুনানিতে এ কথা বলেন তিনি। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এহসান এ সিদ্দিক। তাকে সহযোগিতা করেন আইনজীবী শিশির মনির। ইসির পক্ষে ছিলেন আইনজীবী তৌহিদুল ইসলাম।

সকাল ১০ টা ২মিনিটের দিকে শুনানি শুরু করেন জামায়াতের আইনজীবী এহসান এ সিদ্দিকী। তিনি জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেয়ার পক্ষে যুক্তি তুলে ধরেন। এক পর্যায়ে প্রধান বিচারপতি আইনজীবীর উদ্দেশে বলেন, ‘এটিইতো প্রথম ঘটনা, যাতে একটি রাজনৈতিক দলের নিবন্ধন হাইকোর্টের রায়ের মাধ্যমে বাতিল হয়েছে।’ জবাবে আইনজীবী বলেন, ‘হ্যাঁ, এটাই প্রথম আদালতের রায়ে একটি রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল হয়েছে।’

আদালতে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের ও অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল উপস্থিত রয়েছেন।

শুনানি শেষে নির্বাচন কমিশনের (ইসি) আইনজীবী তৌহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমরা আদালতকে জানিয়েছি যখন থেকে হাইকোর্ট জামায়াতের নিবন্ধন ইস্যুতে হাত দিয়েছে, তখন থেকে হাত গুটিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। জামায়াতের নিবন্ধন নিয়ে আপিল বিভাগের রায়ের অপেক্ষায় ইসি।’

জামায়াতের প্রতীক নিয়ে ইসি আইনজীবী আদালতকে বলেন, ‘সুপ্রিম কোর্টের ফুল কোর্টের প্রশাসনিক সিদ্ধান্তের পর জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লা বাদ দেয় ইসি। নতুন করে কোনো প্রতীকের জন্য চাইলে আবেদন করতে পারবে জামায়াত।’ পরে আদালত মামলার শুনানি আগামীকাল বুধবার (১৪ মে) পর্যন্ত মুলতবির আদেশ দেন।

পাঠকের মতামত

চিরুনি অভিযান চালাইয়া সিরুদের গ্রেফতার করে জেলে ডুকাতে হবে।

মোঃ আজিজুল হক
১৩ মে ২০২৫, মঙ্গলবার, ৫:৫১ অপরাহ্ন

রাজাকারের দল জামাত/শিবির যারা ৩০ লক্ষ খুনের খুনি, লাখ লাখ মা বোনের ইজ্জত লুট কারি , হাজার হাজার বুদ্ধিজীবী হত্যা কারি, স্বাধীন বাংলাদেশের অস্তিত্বে অবিশ্বাসী , তারা বাংলাদেশে রাজনীতি করবে , আওয়ামীলীগ রাজনীতি করতে পারবে না? এটা কেমনে সম্ভব?

সিরু
১৩ মে ২০২৫, মঙ্গলবার, ৫:১০ অপরাহ্ন

দুদকের আইনজীবীর মন্তব্য স্বৈরাচারী আমলের বিবেক বিক্রিত আইনজীবীর মত মনে হয়।জামায়াতকে অন্য প্রতীক নয়,তার নির্ধারিত দাড়িপাল্লাই দিতে হবে,এটাই জনদাবী।

সৈয়দ নজরুল হুদা
১৩ মে ২০২৫, মঙ্গলবার, ৪:১৬ অপরাহ্ন

প্রতিক এবং নিবন্ধন দুটিই ফিরিয়ে দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি।

Hasan
১৩ মে ২০২৫, মঙ্গলবার, ৩:৩৮ অপরাহ্ন

Registration should not be granted and in no case the previous election symbol should be restored.

Fazle Ahmed
১৩ মে ২০২৫, মঙ্গলবার, ২:০৮ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status