ঢাকা, ১৩ মে ২০২৫, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে সবার লক্ষ্য এক: আলী রীয়াজ

স্টাফ রিপোর্টার

(৬ ঘন্টা আগে) ১৩ মে ২০২৫, মঙ্গলবার, ১২:২৫ অপরাহ্ন

mzamin

গণতান্ত্রিক, জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের পথরেখা তৈরিতে সবার লক্ষ্য এক ও অভিন্ন বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ। তিনি বলেন, ‘দলগুলোর মধ্যে ভিন্ন মত থাকলেও অনেক বিষয়ে একমত হওয়ার আশা রয়েছে।’

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সঙ্গে সংলাপের শুরুতে স্বাগত বক্তব্যে তিনি একথা বলেন।

আলী রীয়াজ বলেন, ‘ঐকমত্য কমিশনের লক্ষ্য হচ্ছে জাতীয় সনদ। যাতে করে ভবিষ্যতে বাংলাদেশের পথরেখা তৈরি হবে, তার একটা ধারণা পেতে পারি, একটা পথ চিহ্নিত করতে পারি।’

সে লক্ষ্যকে সামনে রেখে অগ্রসর হওয়ার চেষ্টা করছেন বলে জানান তিনি।

বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা প্রসঙ্গে আলী রীয়াজ বলেন, ‘আলোচনার টেবিলে দুই পাশে বসলেও সবার লক্ষ্য এক।’

বৈঠকে সিপিসির সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, মিহির ঘোষ, এ এন রাশেদা, কাজী সাজ্জাদ জহির চন্দন, অনিরুদ্ধ দাশ অঞ্জন, কাজী রুহুল আমিন, রাগিব আহসান মুন্না, সাজেদুল হক রুবেল, আবিদ হোসেন ও ফজলুর রহমান রয়েছেন প্রতিনিধি দলে।

ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ইফতেখারুজ্জামান, বিচারপতি এমদাদুল হক, বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত রয়েছেন।

পাঠকের মতামত

গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক বাংলাদেশ রাষ্ট্র গঠনের তরিকা/নসিহত/বয়ান দিচ্ছে তারাই যারা অন্য দেশের নাগরিক। হালার আমরা কি এতই প্রতিবন্ধী জাতিতে পরিনত হয়েছি যে ড.ইউনূস, আলী রিয়াজ, বদিউল আলম, মনির হায়দারদের মত বিদেশীদের কথা শুনে মেনে চলতে হবে? Sorry.

সিরু
১৩ মে ২০২৫, মঙ্গলবার, ৫:২৬ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status