অনলাইন
মালয়েশিয়ার এমএইচ১৭ বিমান ভূপাতিত: রাশিয়াকে দায়ী করলো জাতিসংঘ
স্টাফ রিপোর্টার, কুয়ালালামপুর
(৭ ঘন্টা আগে) ১৩ মে ২০২৫, মঙ্গলবার, ১১:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৪৯ পূর্বাহ্ন

২০১৪ সালে ইউক্রেনের আকাশে ভূপাতিত মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ১৭ ফ্লাইট দুর্ঘটনার জন্য রাশিয়াকে সরাসরি দায়ী করেছে জাতিসংঘের আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইসিএও)। এতে নিহত হয় বিমানটির সব ২৯৮ জন যাত্রী ও ক্রু, যাদের মধ্যে অধিকাংশই ছিলেন ডাচ এবং অস্ট্রেলীয় নাগরিক।
দেশটির সরকারি বার্তা সংস্থা বারনামা জানিয়েছে, সোমবার (১৩ মে) দেওয়া এক ঘোষণায় আইসিএও পরিষদ জানায়, রাশিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলায় অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডস যৌথভাবে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে। আগামী সপ্তাহগুলোতে রাশিয়ার কী ধরনের ক্ষতিপূরণ দেওয়া উচিত, তা নিয়ে সংস্থাটি সিদ্ধান্ত নেবে।
উল্লেখ্য, ২০১৪ সালের ১৭ জুলাই ফ্লাইট এমএইচ১৭ আমস্টারডাম থেকে কুয়ালালামপুর যাওয়ার পথে ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে রাশিয়া-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। বিমানটি মাঝ আকাশেই বিধ্বস্ত হয়।

২০২২ সালের নভেম্বরে ডাচ আদালত অনুপস্থিতিতে তিনজন — দুই রাশিয়ান ও এক ইউক্রেনীয় নাগরিক — কে এই হামলার জন্য দোষী সাব্যস্ত করে। কিন্তু মস্কো সেই রায়কে “স্ক্যান্ডালাস” বলে প্রত্যাখ্যান করে এবং অভিযুক্তদের প্রত্যার্পণে অস্বীকৃতি জানায়।
অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডস এই রায়কে ‘বিচার প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ হিসেবে উল্লেখ করেছে।
এ বিষয়ে নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ফেল্ডক্যাম্প বলেন, “এই সিদ্ধান্ত শুধু সত্য উদঘাটনের পথে অগ্রগতি নয়, বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি স্পষ্ট বার্তা — আন্তর্জাতিক আইন কেউ লঙ্ঘন করলে তা বিনা মূল্যায়নে মেনে নেওয়া হবে না।”
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং জানান, “আমরা আশা করি, আইসিএও দ্রুত রাশিয়ার বিরুদ্ধে প্রয়োজনীয় প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করবে এবং রাশিয়া যেন দায় স্বীকার করে যথাযথ ক্ষতিপূরণ দেয়।”
তবে, বিশেষভাবে লক্ষণীয় বিষয় হলো — এই রায় এমন এক সময় এসেছে, যখন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম সরকারি সফরে রাশিয়া অবস্থান করছেন।
পাঠকের মতামত
আন্তর্জাতিক আইন তো অনেকেই ভাংছে