অনলাইন
ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে সিপিবি
স্টাফ রিপোর্টার
(৬ ঘন্টা আগে) ১৩ মে ২০২৫, মঙ্গলবার, ১১:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:১৮ অপরাহ্ন
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) বৈঠক শুরু হয়েছে। মঙ্গলবার সকালে জাতীয় সংসদের এলডি হলে এই বৈঠক শুরু হয়।
বৈঠকে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ এবং কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার ও ইফতেখারুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত রয়েছেন
সিপিবির ১১ সদস্যের প্রতিনিধিদলে আছেন দলটির সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক এ এন রাশেদা, কাজী সাজ্জাদ জহির চন্দন, অনিরুদ্ধ দাশ অঞ্জন, কেন্দ্রীয় কমিটির সম্পাদক কাজী রুহুল আমিন, রাগিব আহসান মুন্না, সাজেদুল হক রুবেল, আবিদ হোসেন ও অধ্যাপক ডা. ফজলুর রহমান।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) মনির হায়দার বৈঠক সঞ্চালনা করছেন।