শেষের পাতা
১ বছরে ২৪১০২ অগ্নিকাণ্ড
স্টাফ রিপোর্টার
৭ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবারগত ১ বছরে সারা দেশে প্রায় ২৪ হাজার ১০২টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৯৮ জনের মৃত্যু হয়েছে। এতে ১৩ জন অগ্নিনির্বাপক কর্মী নিহত হয়েছেন। এ ছাড়া সাধারণ মানুষ ছিল ৮৫ জন। এ ঘটনায় আহত হয়েছেন ৪০৭ জন। তাদের মধ্যে সাধারণ জনগণ ৩৭৭ জন ও অগ্নিনির্বাপক কর্মী ৩০ জন। গতকাল ফায়ার সার্ভিসের প্রকাশিত ‘অগ্নিকাণ্ড ও দুর্ঘটনা সংক্রান্ত কার্যক্রমের বার্ষিক পরিসংখ্যান ডাটা-২০২২’ শীর্ষক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এসব অগ্নিকাণ্ডের প্রধান ৩টি কারণ হলো বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ড, বিড়ি-সিগারেটের জ্বলন্ত টুকরো থেকে অগ্নিকাণ্ড এবং চুলা (ইলেকট্রিক, গ্যাস ও মাটির) থেকে অগ্নিকাণ্ড। ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডে মারা যাওয়া মানুষের সংখ্যা প্রকৃতপক্ষে আরও বেশি হবে। কারণ আহতদের মধ্যেও পরবর্তীতে অনেকে মারা যান।
মন্তব্য করুন
শেষের পাতা থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]