রাজনীতি
বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: জিএম কাদের
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ৬ ফেব্রুয়ারি ২০২৩, সোমবার, ৪:৩৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:২২ অপরাহ্ন

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে বলে মনে হয় না। নির্বাচনী পরিস্থিতি উন্নয়নে সরকারকেই উদ্যোগ নিতে হবে। সরকার চাইলে আমরা দলীয় ফোরামে আলোচনা করে জাতীয় পার্টির পক্ষ থেকে প্রস্তাবনা দেবো।
আজ দুপুরে জাপা চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি গাজীপুর জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, এডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, আলহাজ্ব আব্দুস সাত্তার মিয়া প্রমুখ।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন, আমরা আদালতের ওপর শ্রদ্ধাশীল। আমরা আদালতের সকল নির্দেশনা মেনেই চলেছি। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধানের কয়েকটি ধারার কারণে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতায় ঘাটতি আছে। ঐ ধারার কারণে বিচার বিভাগ কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব। তবে, জাতীয় পার্টি চেয়ারম্যানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ায় শুধু জাতীয় পার্টির নেতা-কর্মীরাই নয়, দেশের সাধারণ মানুষও খুশি হয়েছে। তিনি বলেন, মামলার কারণে স্বাভাবিক রাজনীতিতে কিছুটা বাধা এসেছে, কিন্তু আমরা আদালতের সকল নির্দেশনা ইতিবাচক ভাবেই নিচ্ছি।
অপর এক প্রশ্নের জবাবে জাপা চেয়ারম্যান বলেন, বর্তমান সরকার দীর্ঘ সময় রাষ্ট্র ক্ষমতায় থেকে জানগণের আস্থা হারিয়েছে।
তিনি আরো বলেন, দেশ থেকে দুর্নীতি, দুঃশাসন, দলবাজি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস ও নৈরাজ্য দূর করতেই আমরা রাজনীতি করছি। দেশের মানুষ মনে করছেন, আওয়ামী লীগ ও বিএনপির চেয়ে জাতীয় পার্টি দেশ পরিচালনায় অনেক বেশি সফলতা অর্জন করেছে। দেশের মানুষ জাতীয় পার্টিকে বিকল্প শক্তি হিসেবে দেখতে চায়।
পাঠকের মতামত
আজকের পরিস্থিতির জন্য আওয়ামীলীগ ও জাতীয় পার্টি সমান অপরাধী সামনে জাতীয় পার্টির কোন ভোটার থাকবেনা ওঁরা আওয়ামীলীগের কাঁধে ভর করে ই চলতে হবে।
For this situation of our country you party is fully responsible. The general people think your party JP is "B" team of Awameleg. JP is totally responsible for being present Government a autocratic government.
হিরু আলমের কাছে ভোটে জিততে যদি রাষ্ট্র যন্ত্র ব্যবহার হয়। স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক।
এসব কারনে দেশে আজ মিঃ বিন,গোপাল ভাড় দেখার সংখ্যা শূন্যের কোটায় নেমে গেছে।
কাঁটা খেয়ে সন্তুষ্ট এই পোষাটির কপালে আর মাছ জুটবে না।
আজকের পরিস্থিতির জন্য আওয়ামীলীগ ও জাতীয় পার্টি সমান অপরাধী সামনে জাতীয় পার্টির কোন ভোটার থাকবেনা ওঁরা আওয়ামীলীগের কাঁধে ভর করে ই চলতে হবে
মাথা খারাপের কথা।
জাতীয় পার্টি তার স্বকীয়তা হারিয়ে ফেলেছে তাই কবে বিলিন হয় সেটাই দেখার বিষয়। এভাবেই যেসব দল তার স্বকীয়তা হারিয়ে ফেলবে তারা সবাই এক সময় হারিয়ে যাবে/ বিলীন হবে।
এই জাতীয় পার্টির জন্য দেশের আজকে এই পর্যায়ে জনগন কষ্টে আছে ভোট নির্ভয়ে দিতে পারে না? তাদের বেইমানির জন্য আওয়ামিলীগ আজকে অবৈধভাবে ক্ষমতায় থাকতে পারছে।।।
খুব শিগগিরই বর্তমান পরিস্থিতি সাবলীল হবে এবং জাতীয় পার্টি আবার নির্বাচনে অংশ গ্রহণ করবে।
সম্মানীত জি এম কাদের সাহেব আপনাকে ধন্যবাদ এই জন্য যে আপনি বলেছেন বর্ত মান পরিস্থিতিতে সুস্ঠ নির্বাচন সম্ভব নয় । এ কথা এদেশের ১০০% ভোটারই মনে করে এবং এটাই বাস্তবতা । সুতরং জাতীয় পার্টি কোন অবস্থাতেই যেন সরকারের ফাদে পা না দেয় এবং বিরোধী যত দল আছে সব দল একমত হয়েই নির্বাচনে যাবেন এটাই দেশবাসী আশা করে । তা’হলেই জাতীয় পার্টি গ্রহন যোগ্যতা অনেক অনেক বৃদ্ধি পাবে বলে আমার বিশ্বাস । আল্লাহ আপনাকে দীর্ঘ নেক হায়াত দান করুক । কি হবে জনাব দুনিয়াতো অল্প কিছু দিনের জন্য । সুতরাং ভাল কাজের অংশীদার হউন আল্লাহ সহায় থাকবেন ।
You guys helped Awami League to destroy the country and its politics.
হিরো আলম হিরো ই রইলো,জোকার থেকে রাজনীতিবীদ হইলো। আর কিছু রাজনীতিবীদ জোকার হয়ে গেছে।
আপনাদের জন্যই দেশের আজ এই অবস্থা এটা দেশের মানুষ জানে। আপনাদের মুরব্বি কে তাও জানে। তাই কৌতুক না করে স্পষ্ট ভাবে যে কোনো একদিকে গৈড় দিয়ে দেন যেটা আপনাদের পুরনো অভ্যাস।
জাতীয় পার্টি আছে বলেই আমরা বিনোদন পাই, দেশটার বারোটা বাজার জন্য জাতীয় পার্টি দায়ী । এরা সরকারের পা চাটা গোলাম । বেইমান পার্টি হিসেবে জনগণ আপনাদের একদিন বিচার করবে ।
জি এম কাদের সাহেব,আপনারা কখন কি বলেন তার তো ঠিক ঠিকানা নাই। মানুষ আপনাদেরকে জাতীয় সিটার (বেইমান) বলে। আপনাদের চরিত্র বদলাতে পরামর্শ নয় ,কারণ এটা বদলাবে না বরং আপনারা এবার থামেন।