ঢাকা, ৩০ মার্চ ২০২৩, বৃহস্পতিবার, ১৫ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ৭ রমজান ১৪৪৪ হিঃ

শেষের পাতা

একদিন বাবা, আরেক দিন মায়ের কাছে থাকবে লায়লা

স্টাফ রিপোর্টার
৩ ফেব্রুয়ারি ২০২৩, শুক্রবার

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ইমরান শরীফ ও জাপানি নাগরিক এরিকো নাকানোর  মেজো মেয়ে লায়লা লিনা একদিন বাবার কাছে এবং আরেক দিন মায়ের কাছে থাকবে। আগামী ১৬ই ফেব্রুয়ারি ঢাকা জেলা জজ আদালতে আপিল আবেদনের ওপরে শুনানির জন্য দিন ধার্য রয়েছে। ওইদিন পর্যন্ত লায়লা একদিন বাবার কাছে আরেকদিন মায়ের কাছে থাকবে। গতকাল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট গুলশান থানায় দায়ের করা এক জিডি’র প্রেক্ষিতে শুনানি শেষে এই আদেশ দেন। তবে শিশু লায়লা সাংবাদিকদের সামনে বাবাকে জড়িয়ে কান্না করতে থাকে। আর বলতে থাকে আই লাভ ফাদার, আই লাভ বাংলাদেশ। এক প্রশ্নের জবাবে বাবা ইমরান শরীফ সাংবাদিকদের বলেন, লায়লা লিনা আমার কাছে থাকতে চায়। মায়ের কাছে যাবে না। কিন্তু ওর মা ওর ওপর চাপ প্রয়োগ করছে ওকে নিয়ে যেতে। কিন্তু ও যেতে রাজি না।
আদালতে এরিকোর পক্ষে ছিলেন এডভোকেট মোহাম্মদ শিশির মনির।

বিজ্ঞাপন
অপরদিকে ইমরান শরীফের পক্ষে ছিলেন নাসিমা আখতার। পরে তারা সাংবাদিকদের বলেন, আগামী ১৬ই ফেব্রুয়ারি পর্যন্ত একদিন বাবা এবং আরেক দিন মায়ের কাছে থাকবে লায়লা লিনা। এডভোকেট নাসিমা আখতার বলেন, এই সময়ে মা নাকানো আদালতের অনুমতি ছাড়া মেয়েদেরকে দেশের বাইরে নিয়ে যেতে পারবেন না। আগামী ১৬ই ফেব্রুয়ারি অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের রায়ের বিরুদ্ধে ঢাকা জেলা জজ আদালতে আপিল আবেদনের ওপরে শুনানির জন্য দিন ধার্য রয়েছে। সেদিন আমরা আমাদের যুক্তি তুলে ধরবো। আদালতে আমাদের আবেদন থাকবে মেয়েরা যাদের কাছে থাকতে চান, তার কাছেই দেয়া হোক। 
আদেশে বলা হয়েছে, গতকাল থেকে শুক্রবার সকাল ১১টা পর্যন্ত বাবার কাছে এবং সকাল ১১টায় গুলশান থানা থেকে মা এরিকো নাকানো তাকে নিয়ে যাবেন। একদিন রেখে আবার পরদিন মা এরিকো নাকানো সকাল ১১টার মধ্যে গুলশান থানায় দিয়ে আসবেন এবং বাবা সেখান থেকে নিয়ে যাবেন। এভাবে ১৬ই ফেব্রুয়ারি পর্যন্ত চলতে থাকবে। এই সময়ে মা নাকানো আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না। 
গত ২৯শে জানুয়ারি বাংলাদেশি বাবা ও জাপানি মায়ের সেই দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা মা নাকানো এরিকোর জিম্মায় থাকবে বলে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান। একইসঙ্গে বাবার দায়ের করা মামলাটি খারিজ করে দেন। আদালতের এই আদেশের বিরুদ্ধে ইমরান শরীফের আইনজীবী নাসিমা আক্তার ঢাকা জেলা জজ আদালতে আপিল আবেদন করেন। আদালত ১৬ই ফেব্রুয়ারি শুনানির জন্য দিন ধার্য করেছেন। 
২০২১ সালের ফেব্রুয়ারিতে জাপান থেকে আসা এই দুই শিশুর হেফাজত ও অভিভাবকত্ব চেয়ে ঢাকার পারিবারিক আদালতে মামলা করেন তাদের বাবা ইমরান শরীফ। এ মামলায় আদালতে বাদীপক্ষে ৩ জন সাক্ষ্য দেন। আর বিবাদীপক্ষে সাক্ষ্য দিয়েছেন জাপানি মা নাকানো এরিকো। আদালত সাক্ষ্যগ্রহণ ও দুই পক্ষের যুক্তিতর্ক শুনে গত রোববার দুই মেয়েকে মায়ের জিম্মায় থাকবে বলে রায় ঘোষণা করেন।

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status