শেষের পাতা
একদিন বাবা, আরেক দিন মায়ের কাছে থাকবে লায়লা
স্টাফ রিপোর্টার
৩ ফেব্রুয়ারি ২০২৩, শুক্রবারবাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ইমরান শরীফ ও জাপানি নাগরিক এরিকো নাকানোর মেজো মেয়ে লায়লা লিনা একদিন বাবার কাছে এবং আরেক দিন মায়ের কাছে থাকবে। আগামী ১৬ই ফেব্রুয়ারি ঢাকা জেলা জজ আদালতে আপিল আবেদনের ওপরে শুনানির জন্য দিন ধার্য রয়েছে। ওইদিন পর্যন্ত লায়লা একদিন বাবার কাছে আরেকদিন মায়ের কাছে থাকবে। গতকাল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট গুলশান থানায় দায়ের করা এক জিডি’র প্রেক্ষিতে শুনানি শেষে এই আদেশ দেন। তবে শিশু লায়লা সাংবাদিকদের সামনে বাবাকে জড়িয়ে কান্না করতে থাকে। আর বলতে থাকে আই লাভ ফাদার, আই লাভ বাংলাদেশ। এক প্রশ্নের জবাবে বাবা ইমরান শরীফ সাংবাদিকদের বলেন, লায়লা লিনা আমার কাছে থাকতে চায়। মায়ের কাছে যাবে না। কিন্তু ওর মা ওর ওপর চাপ প্রয়োগ করছে ওকে নিয়ে যেতে। কিন্তু ও যেতে রাজি না।
আদালতে এরিকোর পক্ষে ছিলেন এডভোকেট মোহাম্মদ শিশির মনির।
আদেশে বলা হয়েছে, গতকাল থেকে শুক্রবার সকাল ১১টা পর্যন্ত বাবার কাছে এবং সকাল ১১টায় গুলশান থানা থেকে মা এরিকো নাকানো তাকে নিয়ে যাবেন। একদিন রেখে আবার পরদিন মা এরিকো নাকানো সকাল ১১টার মধ্যে গুলশান থানায় দিয়ে আসবেন এবং বাবা সেখান থেকে নিয়ে যাবেন। এভাবে ১৬ই ফেব্রুয়ারি পর্যন্ত চলতে থাকবে। এই সময়ে মা নাকানো আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না।
গত ২৯শে জানুয়ারি বাংলাদেশি বাবা ও জাপানি মায়ের সেই দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা মা নাকানো এরিকোর জিম্মায় থাকবে বলে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান। একইসঙ্গে বাবার দায়ের করা মামলাটি খারিজ করে দেন। আদালতের এই আদেশের বিরুদ্ধে ইমরান শরীফের আইনজীবী নাসিমা আক্তার ঢাকা জেলা জজ আদালতে আপিল আবেদন করেন। আদালত ১৬ই ফেব্রুয়ারি শুনানির জন্য দিন ধার্য করেছেন।
২০২১ সালের ফেব্রুয়ারিতে জাপান থেকে আসা এই দুই শিশুর হেফাজত ও অভিভাবকত্ব চেয়ে ঢাকার পারিবারিক আদালতে মামলা করেন তাদের বাবা ইমরান শরীফ। এ মামলায় আদালতে বাদীপক্ষে ৩ জন সাক্ষ্য দেন। আর বিবাদীপক্ষে সাক্ষ্য দিয়েছেন জাপানি মা নাকানো এরিকো। আদালত সাক্ষ্যগ্রহণ ও দুই পক্ষের যুক্তিতর্ক শুনে গত রোববার দুই মেয়েকে মায়ের জিম্মায় থাকবে বলে রায় ঘোষণা করেন।