শেষের পাতা
প্রতিদিন ২০০ কোটি মানুষ ফেসবুক ব্যবহার করেন
মানবজমিন ডেস্ক
৩ ফেব্রুয়ারি ২০২৩, শুক্রবার
বিশ্বজুড়ে বেড়েই চলেছে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা। ফেসবুক গত এক দশকেরও বেশি সময় ধরে বিশ্বের সবথেকে জনপ্রিয় সামাজিক যোগাযোগ
মাধ্যম। এর মূল কোম্পানি মেটা জানিয়েছে, ডিসেম্বর মাসেই প্রতিদিন ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বেড়ে গড়ে দুই বিলিয়ন বা ২০০ কোটি ছাড়িয়েছে। অর্থাৎ বিশ্বের জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশ মানুষ প্রতিদিন ফেসবুক ব্যবহার করছেন। এ খবর দিয়েছে বিবিসি।
ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধির এই বিষয়টি ফেসবুকের কাছেও অনেকটা অপ্রত্যাশিত। আশাতীত এই প্রবৃদ্ধি কোম্পানির মধ্যে নতুন আশার সঞ্চার করছে। ব্যয় বৃদ্ধি এবং বিজ্ঞাপন কমে যাওয়া নিয়ে চাপের মধ্যে ছিল ফেসবুক। কোম্পানিটির সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ জানিয়েছেন, তিনি এখন ব্যয় কমানোর দিকে নজর দিয়েছেন। ২০২২ সালে প্রথমবারের মতো ফেসবুকের আয় কমে। অথচ এর আগের কয়েক বছর আয় বৃদ্ধির হার দুই অংকে ছিল।
ফেসবুক ছাড়াও মেটার অধীনে আছে ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপও। গত বছর এই কোম্পানিটি একটি বড় পুনর্গঠনের ঘোষণা দিয়েছিল। যার মধ্যে ছিল অফিসের জায়গা কমিয়ে আনা এবং বিশাল সংখ্যক কর্মী ছাঁটাই করা। এরই মধ্যে ১১ হাজার কর্মীকে ছাঁটাই করেছে ফেসবুক, যা মোট কর্মীর ১৩ শতাংশ। এত সবের পরেও ২০২২ সালে ফেসবুক ২৩ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে।
গত বছরই মেটা জানিয়েছিল, দৈনিক ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কমছে। এটাই ইতিহাসে প্রথমবারের মতো ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কমার ঘটনা। তখন মেটা জানিয়েছিল তারা মেটাভার্স নামে পরিচিত ভার্চ্যুয়াল রিয়েলিটির উপর বিনিয়োগে জোর দেবে। যদিও দ্রুতই ফেসবুকে ব্যবহারকারী আবার বাড়তে শুরু করেছে। ডিসেম্বর মাসে প্রতিদিন সাইটে ব্যবহারকারীর সংখ্যা ৪ শতাংশ বৃদ্ধি পায়। এমনকি ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডাতেও ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে।