খেলা
ডিভোর্স চাইলেন আলভেজের স্ত্রী
স্পোর্টস ডেস্ক
(২ মাস আগে) ১ ফেব্রুয়ারি ২০২৩, বুধবার, ৩:৪৪ অপরাহ্ন

নারী কেলেঙ্কারিতে জড়িয়ে ক্লাবছাড়া হয়েছেন দানি আলভেজ। ব্রাজিলিয়ান ডিফেন্ডারের সঙ্গে চুক্তি বাতিল করেছে মেক্সিকান ক্লাব পুমাস। যৌন হয়রানির অভিযোগে আলভেজ বন্দি আছেন কারাগারে। এবার আরও বড় ধাক্কা খেলেন সাবেক বার্সেলোনা তারকা। ধর্ষণের ঘটনায় ডিভোর্স চাইছেন আলভেজের স্ত্রী জোয়ানা স্যাঞ্জ। খবরটি নিশ্চিত করেছে স্প্যানিশ দৈনিক মার্কা ও এএস।
আলভেজ গ্রেপ্তার হওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়েন তার স্ত্রী জোয়ানা স্যাঞ্জ। স্বামী পরনারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, মানতে পারেননি তিনি। সোশ্যাল মিডিয়ায় আলভেজের সঙ্গে থাকা ছবিগুলো ডিলিট করে ফেলেন স্যাঞ্জ। স্প্যানিশ সাংবাদিক অ্যানা রোজা কুইন্টানার টক শো ‘অ্যানা রোজা প্রোগ্রাম’-এর বরাত দিয়ে মার্কা জানায়, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ডিভোর্স চেয়েছেন দানি আলভেজের স্ত্রী স্যাঞ্জ। অ্যানা রোজা জানিয়েছেন, আলভেজ দোষী কিংবা নিদোর্ষ- তা নিয়ে মাথাব্যথা নেই স্যাঞ্জের।
স্প্যানিশ সাংবাদিক লেটিসিয়া রেকুয়েজো বলেন, ‘আলভেজকে রক্ষা করতে শুরুতে যে সাক্ষ্য দিয়েছিলেন জোয়ানা স্যাঞ্জ, তার জন্য আফসোস করছেন তিনি। মূলত আলভেজের আইনজীবীর চাপে পড়ে এমন বক্তব্য দিয়েছিলেন তিনি।’
গত ৩০শে ডিসেম্বর রাতের ঘটনা। বার্সেলোনার এক নৈশ ক্লাবে ২৩ বছর বয়সী এক তরুণীর সঙ্গে যৌন সম্পর্কে জড়ান দানি আলভেজ। এরপর সেই তরুণী ধর্ষণের মামলা করে। ঘটনার জেরে আদালতে সাক্ষী দিতে গিয়ে গ্রেপ্তার হন আলভেজ। শুরুতে নিজেকে নির্দোষ দাবি করেন সাবেক বার্সেলোনা তারকা। বলেন, অভিযোগকারী নারীর সঙ্গে কোনো রকম সম্পর্কে জড়াননি তিনি। তবে জবানবন্দিতে তিন ধরনের বক্তব্য দেয়ায় জামিন পাননি তিনি। শেষতক স্বীকার করেন, যৌন সম্পর্ক করলেও ভিক্টিমের অনুমতি নিয়েই তা করেন। আলভেজের আইনজীবী ক্রিস্তোবাল মারতেল জানান, লোকলজ্জার ভয়ে ফিজিক্যাল রিলেশনের ঘটনা অস্বীকার করেন তিনি।