বাংলারজমিন
চার ফেব্রুয়ারির পর থেকে লাগাতার কর্মসূচি: এমরান সালেহ প্রিন্স
স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে
৩১ জানুয়ারি ২০২৩, মঙ্গলবারবিএনপি’র সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আগামী ৪ তারিখে সারা দেশে বিএনপি যে বিভাগীয় সমাবেশের ঘোষণা দিয়েছে, এটা চলমান আন্দোলনেরই অংশ। আগের সমাবেশের চেয়ে এবারের সমাবেশে বেশি লোকসমাগম হবে। ৪ তারিখের পর থেকে দেশজুড়ে লাগাতার কর্মসূচি আসবে। কোনো ষড়যন্ত্র করে বিএনপি’র এই গণতান্ত্রিক আন্দোলন রোখা যাবে না। যতই নির্যাতন হোক, রাস্তাঘাট বন্ধ করে দেয়া হোক, হামলা-মামলাসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলা করে আগামী ৪ঠা ফেব্রুয়ারি সারা দেশের মতো ময়মনসিংহ বিভাগের সমাবেশ সফল হবে। গতকাল দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে বিএনপি’র ময়মনসিংহ বিভাগীয় সমাবেশের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স এসব কথা বলেন।
কিশোরগঞ্জ জেলায় নতুন এসপি আসার পর থেকে বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতনের মাত্রা বেড়ে গেছে- জেলার নেতাদের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন করছে। জনগণের অধিকার আদায়ের সংগ্রামে সহযোগিতা না করেন, বাধা দেবেন না। এই সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না। এই সরকারের ভাগ্য লেখা হয়ে গেছে। পুলিশ প্রশাসনের সবাই এত ফ্যাসিস্ট, এটা আমরা মনে করি না।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সারা দেশের সব নেতাকর্মীর মুক্তি দাবি করে প্রিন্স বলেন, মামলা দিয়ে, হামলা করে, জেলে পুরে বিএনপি’র গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন থামানো যাবে না। বর্তমান সরকারের বিদায় না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথ ছাড়বে না।
কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি মো. শরীফুল আলমের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপি’র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা, রুহুল হোসাইন, এডভোকেট জালাল উদ্দিন ও শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল প্রমুখ। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া ও নাজমুল আলম।
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন
বাংলারজমিন সর্বাধিক পঠিত
মনোনয়নবঞ্চিত এমপি নূর মোহাম্মদ/ কিশোরগঞ্জের তিন আসনে আবারো তিন প্রেসিডেন্টের সন্তান

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]