বাংলারজমিন
ভাড়ায় উঠে বাড়ি দখল করে নিলো মহিলা লীগ নেত্রী
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২৩, মঙ্গলবার
বাড়ি ভাড়া নিয়ে বসবাসের একপর্যায়ে সেই বাড়ি নিজের বলে দখল করে নিয়েছে ময়মনসিংহ জেলা মহিলা লীগের সদস্য মমতাজ জাহান মিতু। প্রতারণার আশ্রয় নিয়ে বাড়ি কেনার ভুয়া কাগজপত্র তৈরি করেছে বলে ওই নারীর বিরুদ্ধে অভিযোগ করেছেন প্রকৃত মালিক ইসহাক। অভিযুক্ত নেত্রী ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের ধামদী এলাকার বাসিন্দা। অভিযোগে জানা যায়, ঈশ্বরগঞ্জ পৌর এলাকার ধামদী গ্রামের বাড়ির মালিক ইসহাক মিয়া ২০১৮ সালে একই গ্রামের মমতাজ জাহান মিতুর কাছে বাড়ি ভাড়া দেন। এদিকে ভাড়াটিয়া মমতাজ জাহান মিতু বাড়িতে অনৈতিক কাজ করছে এমন কর্মকাণ্ড দেখে বাড়ি ছেড়ে দিতে বলেন মালিক ইসহাক মিয়া। সেইসঙ্গে বকেয়া ভাড়া পরিশোধ করার জন্য বলা হয় ভাড়াটিয়াকে। কিন্তু মালিকের এমন নির্দেশ কর্ণপাত করেনি ভাড়াটিয়া মিতু। বরং উল্টো বিভিন্ন প্রকার হুমকি দেন ইসহাক মিয়া ও তার ছেলে রুবেল মিয়াকে। এমন অবস্থায় সব চেষ্টা ব্যর্থ হয়ে মালিক ইসহাক বাড়ি ছাড়ার জন্য ভাড়াটিয়াকে লিগ্যাল নোটিশ পাঠান। তারপরও বাড়ি ছাড়েননি ভাড়াটিয়া মিতু।
পাঠকের মতামত
Police is the root cause of the "BhmiDoishu"Creation.Here; Police should have evicted the Sordarni(Hore House) BAL lady.Instead police assisted her by oppressing House owner and his family with false cases