বাংলারজমিন
রূপগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী আটক
স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে
৩১ জানুয়ারি ২০২৩, মঙ্গলবার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সৌদি প্রবাসী রাজিয়া আক্তারের (৩০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতের পরিবারের দাবি টাকা না দেয়ায় তাকে শ্বাসরোধে হত্যা করে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখে তার স্বামী। এ ঘটনায় এলাকাবাসী গৃহবধূর স্বামী আক্তার হোসেনকে আটক করে র?্যাব’র কাছে সোপর্দ করেছে। সোমবার ভোরে উপজেলার মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজিয়া আক্তার মাঝিপাড়া এলাকার আব্দুল মান্নান মিয়ার মেয়ে। নিহতের পরিবার জানায়, দুই বছর আগে রাজিয়া আক্তারের সঙ্গে পার্শ্ববর্তী সোনাবো গ্রামের তারা মিয়ার ছেলে আক্তারের ২য় বিয়ে হয়। তবে রাজিয়ার স্বামী আক্তারের ৪র্থ স্ত্রী। বিয়ের পর রাজিয়া পাড়ি জমান সৌদি আরবে। একমাস আগে ছুটিতে দেশে আসেন রাজিয়া। আসার পর থেকেই আক্তার তার কাছ থেকে টাকার জন্য ঝগড়া ও মারধর করতো।