বাংলারজমিন
কলাপাড়ায় অসহায় নারীর জমি দখল, ঘুরছেন দ্বারে দ্বারে
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২৩, মঙ্গলবার
পটুয়াখালীর কলাপাড়ায় তাসলিমা বেগম নামের এক নারীর জমি দখলের অভিযোগ উঠেছে শওকত মৃধা নামে এক ব্যক্তির বিরুদ্ধে। বর্তমানে ওই নারী তার জমি বুঝে পেতে ঘুরছেন বিত্তবানদের দ্বারে দ্বারে। তারপরও কোনো সুরাহা না পেয়ে শওকত মৃধাসহ ৩ জনের বিরুদ্ধে কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রামের তৈয়বুর রহমানের স্ত্রী তাসলিমা বেগম। তার স্বামী তৈয়বুর রহমান ২০১৬ সালে পাঁচজুনিয়া মৌজার জেএল নং-৭১ এর অন্তর্গত ১০৭৯/১০৮১নং দাগ থেকে শওকত মৃধা, চম্পা ও মালার কাছ থেকে সোয়া ৩ শতাংশ জমি ক্রয় করেন। এ সময় শওকত মৃধা কলেজ বাজার সংলগ্ন তার নিজ বসতবাড়ির পাশ থেকে ওই জমি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বুঝিয়ে দেন। এ সময় তারা ওই জমির চারপাশে পিলার স্থাপন করে ঢাকায় চলে যান। ২০১৯ সালে তৈয়বুর রহমান ওই জমি পুনরায় তার স্ত্রী তাসলিমার নামে দলিল করেন। গত ২৬শে জানুয়ারি শওকত মৃধা জমির পিলার ও বীম ভেঙে কাঠের স্থাপনা তৈরি করেন। পরে খবর শুনে ওই নারী ঢাকা থেকে এসে বাধা দিলে তাকে মারধর ও খুন জখমের হুমকি দেন।