ঢাকা, ২১ মার্চ ২০২৩, মঙ্গলবার, ৬ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ২৮ শাবান ১৪৪৪ হিঃ

বাংলারজমিন

কলাপাড়ায় অসহায় নারীর জমি দখল, ঘুরছেন দ্বারে দ্বারে

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২৩, মঙ্গলবারmzamin

পটুয়াখালীর কলাপাড়ায় তাসলিমা বেগম নামের এক নারীর জমি দখলের অভিযোগ উঠেছে শওকত মৃধা নামে এক ব্যক্তির বিরুদ্ধে। বর্তমানে ওই নারী তার জমি বুঝে পেতে ঘুরছেন বিত্তবানদের দ্বারে দ্বারে। তারপরও কোনো সুরাহা না পেয়ে শওকত মৃধাসহ ৩ জনের বিরুদ্ধে কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।  অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রামের তৈয়বুর রহমানের স্ত্রী তাসলিমা বেগম। তার স্বামী তৈয়বুর রহমান ২০১৬ সালে পাঁচজুনিয়া মৌজার জেএল নং-৭১ এর অন্তর্গত ১০৭৯/১০৮১নং দাগ থেকে শওকত মৃধা, চম্পা ও মালার কাছ থেকে সোয়া ৩ শতাংশ জমি ক্রয় করেন। এ সময় শওকত মৃধা কলেজ বাজার সংলগ্ন তার নিজ বসতবাড়ির পাশ থেকে ওই জমি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বুঝিয়ে দেন। এ সময় তারা ওই জমির চারপাশে পিলার স্থাপন করে ঢাকায় চলে যান। ২০১৯ সালে তৈয়বুর রহমান ওই জমি পুনরায় তার স্ত্রী তাসলিমার নামে দলিল করেন। গত ২৬শে জানুয়ারি শওকত মৃধা জমির পিলার ও বীম ভেঙে কাঠের স্থাপনা তৈরি করেন। পরে খবর শুনে ওই নারী ঢাকা থেকে এসে বাধা দিলে তাকে মারধর ও খুন জখমের হুমকি দেন।

বিজ্ঞাপন
স্থানীয়ভাবে সালিশ মীমাংসার চেষ্টা করে কোনো ফল না পাওয়ায়  থানায় অভিযোগ করেন।  তাসলিমা বেগম জানান, আমার স্বামী অনেক কষ্ট করে টাকা জমা করে ওই জমিটুকু ক্রয় করেছেন। প্রথমে কলেজ বাজারের তসলিমের দোকানের পূর্ব পাশ থেকে আমদের জমি দেয়ার কথা ছিল। কারণ ওই জমির দাম বেশি। আমরা বেশি দাম দিয়েই ক্রয় করেছিলাম। কিন্তু পরবর্তীতে আমাদের জমি বুঝিয়ে দেয়া হয়েছে শওকত মৃধার ঘরের পাশ থেকে। এ জমির দাম অনেকটা কম। তারপরও আমরা মেনে নিয়েছি। কিন্তু এখন ফের আমাদের জমির পিলার ভেঙে তারা কাঠের স্থাপনা তৈরি করে জমি দখল করেছে। আমি আমার জমি ফেরত চাই। শওকত মৃধা জানান, এযুগে কেউ কারো জমি দখল করতে পারে না। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও বানোয়াট। কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে দুই পক্ষকে থানায় ডাকা হয়েছে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status