খেলা
এশিয়া কাপ নিয়ে বাহরাইনে সভায় বসছে ভারত-পাকিস্তান
স্পোর্টস ডেস্ক
২৫ জানুয়ারি ২০২৩, বুধবার
পাকিস্তানের মাটিতে ২০২৩ সালের এশিয়া কাপ খেলতে চায় না ভারত। কিছুদিন আগেই এমন সিদ্ধান্তের কথা জানিয়েছিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ভারতের মাঠে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপ খেলতে না চাওয়ার কথা জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই বিবাদ মেটাতে মধ্যপ্রাচ্যের বাহরাইনে বৈঠকে বসতে যাচ্ছে দুই দেশের ক্রিকেট বোর্ড। গণমাধ্যমকে এমনটা নিশ্চিত করেছেন পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি। মূলত এই সভাটি আয়োজন করা হচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে। আগামী ৪ ফেব্রুয়ারি বাহরাইনে বৈঠক করবে বিসিসিআই এবং পিসিবি। নাজাম শেঠি বলেন, ‘কিছুদিন ধরে এসিসি বোর্ডের বৈঠক হচ্ছে না। এর মধ্যে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে, যার একটিকে আমরা চ্যালেঞ্জ করেছি। ভালো খবর হচ্ছে, একটি বৈঠকের বিষয়ে তাদের রাজি করানো গেছে।
মন্তব্য করুন
খেলা থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]