শেষের পাতা
শ্রীলঙ্কা: ফিলিং স্টেশনে হাজার হাজার গাড়ির অপেক্ষা
মানবজমিন ডেস্ক
২২ মে ২০২২, রবিবারসরকার থেকে বলা হচ্ছে তেল, বিশেষ করে পেট্রোল নেই। তা কেনার মতো অর্থও নেই। ফিলিং স্টেশনগুলোতে পেট্রোল নেই। তবু কে শোনে কার কথা! শ্রীলঙ্কার পেট্রোল পাম্পগুলোর সামনে হাজার হাজার গাড়ির সারি। আছে বাসের সারি। প্রাইভেটকার। আছে মোটরসাইকেল। কারও হাতে তেল নেয়ার জন্য ক্যান। দ্রুত সেখানে পেট্রোল ফুরিয়ে যাচ্ছে। সরকার বলছে, এক জাহাজ পেট্রোল কেনার মতো বৈদেশিক মুদ্রা নেই তাদের হাতে।
বিজ্ঞাপন
মন্তব্য করুন
শেষের পাতা থেকে আরও পড়ুন
শেষের পাতা থেকে সর্বাধিক পঠিত
৩
মিতু হত্যা মামলায় নতুন মোড়/ ভয় দেখিয়ে আসামি ভোলার স্বীকারোক্তি আদায়ের অভিযোগ
৪
পশ্চিমা চাপ মোকাবিলায় ভারতের সাহায্য/ পররাষ্ট্রমন্ত্রী বললেন, দিল্লি ইতিবাচক
৫