ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

রংপুরে পুলিশের ওপর হামলার মামলায় জেলহাজতে বিএনপি’র ১০ নেতাকর্মী

স্টাফ রিপোর্টার, রংপুর থেকে
১২ জানুয়ারি ২০২৩, বৃহস্পতিবার

রংপুরে পুলিশের উপর হামলার মামলায় বিএনপি’র ১০ নেতাকর্মীর জামিনের আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। গতকাল সকালে রংপুরে জেলা ও দায়রা জজ আদালতে জেলা বিএনপি’র সদস্য সচিব আনিছুর রহমান লাকু, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, জেলাযুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুল ইসলাম মনু, সহ-সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান রানা, জেলা কৃষক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি নোমান হাসান, স্বেচ্ছাসেবক দলের নেতা মোকছেদুল আরেফিন রুবেল, মনতাছির মামুন, পীরগাছা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল আমিন, স্বেচ্ছাসেবক দল নেতা ফজলু মিয়া আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করেছিল। এসব নেতাকর্মীদের হাইকোর্ট ৭ সপ্তাহের জামিন দিয়েছিলেন। বুধবার জামিনের মেয়াদ শেষ হওয়ায় তারা জেলা জজ আদালতে জামিনের আবেদন করেন। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি পক্ষের আইনজীবী শফি কামাল। তিনি বলেন, হাইকোর্টের আদেশ অনুযায়ী আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। তাই তারা আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তাদের জামিন নামঞ্জুর করেন।
উল্লেখ্য, গত বছরের ২২শে নভেম্বর বিকালে ছাত্রদল নেতা নয়ন মিয়া হত্যার প্রতিবাদে রংপুর জেলা বিএনপি’র নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৩ পুলিশ সদস্যসহ ২৫ জন আহত হয়। পুলিশের উপর হামলার অভিযাগে ওইদিন রাতে মেট্রোপলিটন কোতোয়ালি থানার এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে ২ শতাধিক জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। 
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status