ঢাকা, ১২ মে ২০২৫, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ জিলক্বদ ১৪৪৬ হিঃ

শেষের পাতা

প্রধান বিচারপতি পদক পেলেন ৫ বিচারক

স্টাফ রিপোর্টার
১৯ ডিসেম্বর ২০২২, সোমবার

সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করায় প্রধান বিচারপতি পদক পেলেন ৫ বিচারক। এ ছাড়া  দলগত পর্যায়ে  ময়মনসিংহ জেলা জজশিপকে পুরস্কৃত করা হয়। গতকাল রাজধানীর শেরে বাংলানগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে সংবিধান ও সুপ্রিম কোর্টের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে তাদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদকপ্রাপ্তরা জেলা কোটায় ৫ লাখ আর ব্যক্তি কোটায় প্রত্যেক বিচারক ২ লাখ করে টাকার চেক গ্রহণ করেন। এ ছাড়া, ২২ ক্যারেটের ১৬ গ্রাম স্বর্ণের পদক প্রদান করা হয়।

 জেলা জজ বা সমপর্যায়ে পদক পেয়েছেন চট্টগ্রাম মহানগর জেলা ও দায়রা জজ বেগম জেবুন্নেছা, অতিরিক্ত জেলা জজ বা সমপর্যায়ে ক্যাটাগরিতে  টাঙ্গাইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাউদ হাসান। যুগ্ম জেলা জজ বা সমপর্যায়ে  নওগাঁর যুগ্ম জেলা ও দায়রা জজ  মো. খোরশেদ আলম, সিনিয়র সহকারী জজ বা সমপর্যায়ে চট্টগ্রামের সিনিয়র সহকারী জজ রেশমা খাতুন, সহকারী জজ বা সমপর্যায়ে রংপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসিনুর রহমান মিলন এই পদক লাভ করেন। আর  দলগত পর্যায়ে ময়মনসিংহ জেলা জজশিপকে  প্রধান বিচারপতি পদক দেয়া হয়। চলতি বছরের ২১শে এপ্রিল ‘প্রধান বিচারপতি পদক’ নীতিমালা প্রণয়নে জাজেস কমিটি গঠন করা হয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারকের সভাপতিত্বে কমিটিতে হাইকোর্ট বিভাগের ৫ জন বিচারক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status