খেলা
হোয়াইটওয়াশ ঠেকাতে মরিয়া ভারত
স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে
১০ ডিসেম্বর ২০২২, শনিবার
৭ বছর আগে বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ হেরেছিল ভারত। সেবার মিরপুর শেরেবাংলা মাঠে প্রথম দুই ম্যাচে টাইগাররা জিতলেও শেষ ম্যাচ হেরে যায়। আবারো সুযোগ এসেছে টাইগারদের সামনে। সিরিজ জয় নিশ্চিত। চট্টগ্রামে শেষ ম্যাচে হোয়াটওয়াশের পালা। অন্যদিকে ভারত তা ঠেকাতে মরিয়া। সাগরিকায় জয় দিয়ে শেষ করতে চায় সফরকারী ‘টিম ইন্ডিয়া’। বোলিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর আত্মবিশ্বাসের কথাই জানিয়েছেন। তিনি বলেন, ‘অবশ্যই, আমরা জিততে চাই। আমাদের সেরা ক্রিকেট খেলতে চাই। কিছু ব্যাপার আমাদের করতে হবে। প্রসেসে মনোযোগ দেবো। এবং ম্যাচটা জিতে মনোবল নিয়ে ওয়ানডে সিরিজ শেষ করতে চাই।’ তবে বাংলাদেশ দলকে এগিয়ে রেখেছেন সুন্দর। তার মতে আগামী বছর ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে স্বপ্ন দেখতেই পারে টাইগাররা। তিনি বলেন, ‘সত্যি বলতে বাংলাদেশ হাই কোয়ালিটি সাইড বিশেষত ঘরের মাঠে। রেকর্ডও তাই বলে। আমার মনে হয় তারা কেবল ইংল্যান্ডের বিপক্ষেই একটা সিরিজ হেরেছে। তারা ঘরের মাঠে খুব খুব সফল যারা এখানে খেলেছে তাদের বিরুদ্ধে। তারা খুব ভালো দল। আমরা জানি তাদের কাছ থেকে কী আসতে পারে এখানে আসার আগেই। উপমহাদেশে বাংলাদেশ খুব ভালো। তারা গত কয়েকবছর ধরেই ভালো করছে। আমি নিশ্চিত তারা ভালো একটা বিশ্বকাপের স্বপ্ন দেখছে।’