ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

কিংসের জয়, পয়েন্ট খুইয়েছে আবাহনী ও শেখ জামাল

স্পোর্টস রিপোর্টার
১০ ডিসেম্বর ২০২২, শনিবার
mzamin

বাংলাদেশ প্রিমিয়ার লীগে জয় দিয়ে অভিযান শুরু করলো বসুন্ধরা কিংস। গতকাল কিংস অ্যারেনায় নবাগত আজমপুর ফুটবল ক্লাব উত্তরাকে ৩-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। গোল করেছেন রবসন রবিনহো, ডোরিয়েল্টন গোমেজ ও রাকিব হোসেন। তবে আসরের শুরুতেই হোঁচট খেয়েছে গতবারের রানার্সআপ ঢাকা আবাহনী লিমিটেড। লীগের সফলতম দলটি ড্র করেছে নবাগত ফর্টিস এফসির সঙ্গে। শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের শুরুটাও ভালো হয়নি। তারা রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির সঙ্গে ড্র করে পয়েন্ট খুইয়েছে।  এদিন কিংস অ্যারেনায় চতুর্থ মিনিটেই দলকে এগিয়ে নেন রবিনহো। বক্সের ভেতরে ইন-ডিরেক্ট ফ্রিকিক পায় কিংস। জোরালো শটে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

বিজ্ঞাপন
১৯তম মিনিটে ব্যবধান বাড়িয়ে নেয় বসুন্ধরা কিংস। মিগেল ফিগেইরার নেওয়া কর্নারে হেডে জাল খুঁজে নেন  ডোরিয়েল্টন গোমেজ। ২৮তম মিনিটে ৩-০ গোলে এগিয়ে যায় কিংস। স্কোরশিটে নাম তোলেন রাকিব হোসেন। রবিনহোর পাসে অনায়াসে জাল খুঁজে নেন জাতীয় দলের এই ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধারা অব্যাহত রেখেও আজমপুরের রক্ষণ ভাঙতে পারেনি অস্কার ব্রুজোনের দল। বিপরীতে কোনো শটই নিতে পারেনি আজমপুর। এদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস বড় জয় তুলে নিলেও নবাগত ফর্টিস এফসির বিপক্ষে হারতে হারতে রক্ষা পেয়েছে ছয় বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধের ৩৬তম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লুইজ জুনিয়রের গোলে এগিয়ে যায় ফর্টিস এফসি। ডান প্রান্ত থেকে শাহিন মিয়ার কাট ব্যাক থেকে আলতো টোকায় বল জালে জড়ান ফর্টিস এফসির  এই ফরোয়ার্ড। হঠাৎ করেই পিছিয়ে পড়া আবাহনী যেন সেখানেই খেই হারায়। বিরতির পর একের পর এক আক্রমণ করেও গোল শোধ দিতে পারছিল না আকাশি-নীল জার্সিধারিরা। লীগের প্রথম ম্যাচেই যখন হারের চোখ রাঙানি তখনই আবাহনীর জন্য ত্রাতা হয়ে আবির্ভুত হন ডিফেন্ডার রিয়াদুল হাসান রাফি। ম্যাচের ৯০তম মিনিটে ড্যানিয়েল কলিন্দ্রেসের ফ্রি কিক থেকে রাফায়েল অগোস্তোর হেড প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে লক্ষ্যভ্রষ্ট হলে বল পেয়ে যান রাফি। আর রাফির ডান পায়ের প্লেসিং শটের গোলে সমতায় ফেরে আবাহনী। এতে প্রথম ম্যাচে হারের হাত থেকে রক্ষা পেয়ে কোনোরকমে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে শিরোপাপ্রত্যাশী দলটি। দিনের আরেক ম্যাচে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। ম্যাচের ১৬তম মিনিটে উজবেক মিডফিল্ডার নদির মাভলোনভের অ্যাসিস্টে গোল করে শেখ জামালকে এগিয়ে নেন কৌশিক বড়ুয়া। বিরতির পর ৫১তম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাইকেলের গোলে সমতায় ফেরে রহমতগঞ্জ। সমতায় ফেরার মিনিট তিনেক পর গোল করে আবারও শেখ জামালকে এগিয়ে নেন ওটাবেক ভালিজনভ। এরপর ৬৩তম মিনিটে মুন্নার গোলে ম্যাচে দ্বিতীয়বারের মতো সমতায় ফেরে রহমতগঞ্জ। পরবর্তীতে আর কোনো দলই গোলের দেখা না পেলে ২-২ সমতায় শেষ হয় ম্যাচ।

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status