ঢাকা, ৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৯ শাওয়াল ১৪৪৫ হিঃ

শিক্ষাঙ্গন

৪র্থ গণবিজ্ঞপ্তির আগে ইনডেক্সধারী শিক্ষকরা আলাদা গণবিজ্ঞপ্তি ও বদলি চান

স্টাফ রিপোর্টার

(১ বছর আগে) ২ ডিসেম্বর ২০২২, শুক্রবার, ৫:২০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:২৭ পূর্বাহ্ন

mzamin

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন বেসরকারি এমপিওভুক্ত প্রতিষ্ঠান সমূহ। এদেশের শিক্ষা ব্যবস্থায় অসামান্য ও অনবদ্ধ সাফল্য রেখে আসছে এমপিওভুক্ত প্রতিষ্ঠানসমূহ ও চৌকস শিক্ষক মণ্ডলী। সারাদেশে প্রায়ই ৩০ (ত্রিশ হাজার) এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৫(পাঁচ) লক্ষ শিক্ষক-শিক্ষিকা কর্মরত। সরকারের সকল রকম জাতীয় কর্মকাণ্ডে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণ থাকে। শিক্ষাবিদদের মতে, বাংলাদেশের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা সেক্টরকে বাঁচিয়ে রেখেছেন এমপিওভুক্ত ইনডেক্সধারী শিক্ষকরা।


তারা বলছেন, আমাদের দেশে সরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সেক্টরের পাঠ্যসূচি ও কারিকুলাম একই ধরনের, কোন রকম পার্থক্য নাই। কিন্তু সরকারিদের সাথে আমাদের এমপিওভুক্ত শিক্ষকদের রয়েছে আকাশ-পাতাল বৈষম্য।  যা কখনই মেনে নেওয়া যায় না। তার মধ্যে উল্লেখযোগ্য  বৈষম্য হল, বাড়িভাড়া,চিকিৎসা ভাড়া,শিক্ষা ভাতা ও বদলি প্রথা। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা বাড়ি ভাড়া পাই মাত্র ১০০০ (এক হাজার) টাকা,বড় পরিতাপের বিষয় বাংলাদেশের কোন প্রান্তে এক হাজার টাকায় বাড়ি ভাড়া আছে? নামে মাত্র ৫০০ টাকা চিকিৎসা  ভাতা। শিক্ষকরা জাতির শিক্ষা নিয়ে গবেষণা ও খেলামেলা করে তাদের সন্তানের জন্যই শিক্ষা ভাতা নাই।

তারা আরো বলেন, আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বদলি।

বিজ্ঞাপন
পৃথিবীতে এমন কোন চাকরি নাই যেখানে বদলি নাই। বাংলাদেশই একমাত্র দেশ যেখানে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নাই। স্বাধীনতার পঞ্চাশ বছরেও বদলি/ প্রতিষ্ঠান পরিবর্তন নামক সোনার হরিণ টুকুর  গন্ডি থেকে বাহির  হতে পারে নি এই অবহেলিত শিক্ষক সমাজ। বার বার প্রত্যেকটি এমপিও নীতিমালায় প্রতিষ্ঠান পরিবর্তন বা বদলির কথা উল্লেখ থাকলেও বাস্তবে আর প্রয়োগ নাই। ১৯৯৫,২০০১,২০০৯,২০১৮ ও ২০২১ সালের নীতিমালায় স্পষ্ট করে লিখা সরকার চাইলে প্রতিষ্ঠান পরিবর্তন বা বদলির প্রজ্ঞাপন জারি করতে পারবে। ২০১৫ সালের এনটিআরসিএ ৩০/২২/২০১৫ ইং তারিখে পরিপএ জারিকরে যার স্বারক নং ৩৭.০০.০০০০.০৭১.০৮.০০৮.০৫ (অংশ)১০৮১ নং জারি করার   ফলে প্রতি গন বিগপ্তির ইনডেক্স ধারীরা আবেদন করার সুযোগ ছিলো এই সুযোগ টাও  গত ১৪/১১/২০২২ ইং পরিপএে ৩৭.০০.০০০০.০৭৩.৪৪.০১৭.১৯.২৯৮  স্বারক জারি করে সাময়িক গন বিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ থেকে বঞ্চিত করে। এমতবস্থায় অনেক ইনডেক্সধারী শিক্ষক 
চাকরি ছেড়ে দেবার উপক্রম হয়ে পড়েছে।

বর্তমানে এই বদলি না থাকার কারণে প্রায় লক্ষাধিক শিক্ষক দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা ১২৫০০ টাকা বেতন দিয়ে এক দুর্বিষহ জীবন অতিবাহিত করতেছে।

তাই এই শিক্ষকরা বিশেষ গণবিজ্ঞপ্তি ও বদলি কার্যক্রম চালুর দাবি জানিয়ে আসছেন। এই দাবিতে এনটিআরসিএ নিবন্ধিত শিক্ষকদের বদলি প্রত্যাশী ঐক্য পরিষদের ব্যানারে শুক্রবার ও শনিবার তারা অবস্থান কর্মসূচি পালন করছেন শাহবাগে। তাদের দাবি, গণবিজ্ঞপ্তির আগে বেসরকারি এমপিওভুক্ত ইনডেক্সধারী শিক্ষকদেরকে ৪র্থ গণবিজ্ঞপ্তির পূর্বে আলাদা গণবিজ্ঞপ্তি  সুযোগ দিয়ে নিজ নিজ উপজেলায় বা নিজ নিজ জেলায় বদলির সুযোগ করে দেয়া।

শিক্ষাঙ্গন থেকে আরও পড়ুন

আরও খবর

শিক্ষাঙ্গন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status