শিক্ষাঙ্গন
শিক্ষাপ্রতিষ্ঠান বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের
স্টাফ রিপোর্টার
(৫ মাস আগে) ২৯ এপ্রিল ২০২৪, সোমবার, ৫:৩৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:৪২ অপরাহ্ন
চলমান তাপপ্রবাহের কারণে প্রাথমিক থেকে কলেজ পর্যন্ত সব শ্রেণির ক্লাস আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শিক্ষাসচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিবসহ সংশ্লিষ্টদের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে।
তীব্র তাপপ্রবাহের কারণে শিক্ষকসহ কয়েকজনের মৃত্যুর ঘটনা নিয়ে গণমাধ্যমে আসা বিভিন্ন প্রতিবেদন নজরে আনা হলে শুনানি নিয়ে সোমবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত এ আদেশ দেন।
গণমাধ্যমে আসা প্রতিবেদন তুলে ধরে চলমান তাপপ্রবাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে আদালতে আবেদন করেন আইনজীবী মনির উদ্দিন। তিনি জানান, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) রয়েছে, সেসব শিক্ষাপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় এবং পাবলিক পরীক্ষা এই আদেশের আওতামুক্ত থাকবে
তীব্র তাপপ্রবাহের কারণে সকল শিক্ষা প্রতিস্টান যখন বন্ধ রাখা হলো,কি কারণে কার বুদ্ধিতে আবার খোলা হলো ব্যাপারটা অজানা রয়ে গেল কিন্তু অবিভাবক মহলের প্রচন্ড উদ্বেগের কারণে হাইকোর্ট নির্দেশ দিয়েছে তীব্র তাপমাত্রার কারণে স্কুল কলেজ বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখিতে হবে কিন্তু অবিভাবক মহলের প্রশ্ন শিক্ষা প্রতিস্টান বন্ধ রাখার জন্য হাইকোর্ট কে কেন নির্দেশ দিতে হলো ? শিক্ষামন্ত্রীদ্বয় কি কয়েক মাসের জন্য দেশের বাহিরে অবস্থান করিতেছেন নাকি শিক্ষা মন্ত্রণালয়ে যারা গুরুত্বপূর্ণ পদে আছেন উনারা অশিক্ষিত মূর্খ।