ঢাকা, ২০ জানুয়ারি ২০২৫, সোমবার, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১৯ রজব ১৪৪৬ হিঃ

শিক্ষাঙ্গন

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু ২২শে ডিসেম্বর

স্টাফ রিপোর্টার

(১ মাস আগে) ৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ৭:৪১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৩ অপরাহ্ন

mzamin

৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের একাংশের মৌখিক পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। ২২শে ডিসেম্বর থেকে কারিগরি ও পেশাগত ক্যাডারের পদগুলোর প্রার্থীদের পরীক্ষা নেয়া হবে আগে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত তাদের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করেছে বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি)। মঙ্গলবার সন্ধ্যায় কমিশনের ওয়েবসাইটে এ সূচি প্রকাশ করা হয়েছে। কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান জানিয়েছেন, শুরুতে কারিগরি ও পেশাগত ক্যাডারের পদগুলোর মৌখিক পরীক্ষা নেয়া হবে। এ বিষয়ে পিএসসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌখিক পরীক্ষার সময়সূচি কমিশনের ওয়েবসাইটে এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা পরে জানিয়ে দেবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। ২০২১ সালে আবেদন চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হয়েছিল। বেশ কিছু শিক্ষার্থীর পরীক্ষা নেওয়ার পর গত ১৮ নভেম্বর তা বাতিল করা হয়। মৌখিক পরীক্ষা শুরু হয়েছিল ২০২৪ সালের ৮ মে। মাঝে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে প্রথম দফায় এবং সরকার পতনের পর ২৫শে আগস্ট দ্বিতীয় দফায় তা স্থগিত করা হয়। ৩ হাজার ৯৩০ জন প্রার্থী মৌখিক পরীক্ষা দিয়েছিলেন। এতে মোট ১১ হাজার ৭৩২ জনের অংশ নেয়ার কথা ছিল।

শিক্ষাঙ্গন থেকে আরও পড়ুন

শিক্ষাঙ্গন সর্বাধিক পঠিত

পাশের হার ৮৫ দশমিক ৬১/ বাউবির এইচএসসি’র ফল প্রকাশ

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status