ঢাকা, ৪ এপ্রিল ২০২৫, শুক্রবার, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৪ শাওয়াল ১৪৪৬ হিঃ

শিক্ষাঙ্গন

বৃত্তি প্রদান অনুষ্ঠানে অধ্যাপক ড. ছারোয়ার

উন্নত জাতি গঠনে মেধা বিকাশের বিকল্প নেই

স্টাফ রিপোর্টার

(১ দিন আগে) ২ এপ্রিল ২০২৫, বুধবার, ৬:১৮ অপরাহ্ন

mzamin

মেধার প্রকৃত পরিস্ফুরণ ছাড়া কখনই কোনো জাতি উন্নতভাবে প্রতিষ্ঠিত হতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম)-এর অধ্যাপক ড. মো. গোলাম ছারোয়ার। তিনি বলেন,  জাতির সার্বিক উন্নয়নে মেধার চর্চা ও বিকাশ অনস্বীকার্য।
বুধবার নন্দীগ্রাম মুনসুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে দিগন্ত ফাউন্ডেশন আয়োজিত বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুনসুর হোসেন ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. মাহবুবুর রশীদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মো. গোলাম রব্বানী প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। মূল পৃষ্ঠপোষকতায় ছিলেন ইঞ্জিনিয়ার ইফতিয়ার ইসান প্রতিষ্ঠাতা সভাপতি দিগন্ত ফাউন্ডেশন ও সুমাইয়া আক্তার সুইটি, সিনিয়র এডুকেশ কনসালট্যান্ট,এডুকর্প। প্রধান আলোচক তার বক্তব্য শিক্ষার গুরুত্ব ও বাস্তবতা নিয়ে বিশদভাবে আলোচনা করেন। 
অনুষ্ঠানে প্রধান অতিথি নিপসম’র অধ্যাপক ও বিভাগীয় প্রধান কীটতত্ত্ব ড. গোলাম ছারোয়ার তার বক্তব্যে শিক্ষা ও জীবন গঠনের মূল উপাদানের তাযৎপর্য তুলে ধরেন। নন্দীগ্রাম উপজেলা তথা বগুড়া জেলার প্রতিটি পিছিয়ে পড়া উপজেলার উন্নয়নে মেধা বিকাশে কি কি করণীয় তা পূঙ্খানু পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরেন। নন্দীগ্রাম উপজেলা তথা বগুড়া জেলার সকল শিক্ষানুরাগী ব্যক্তি বর্গকে সমাজে পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকার উদাত্ত আহ্বান জানিয়ে ড. ছারোয়ার বগুড়ার সকল গঠনমূলক প্লাটফর্মের সঙ্গে যোগাযোগ রক্ষা করার উদাত্ত আহ্বান জানান। যার মাধ্যমে বগুড়া জেলার সর্বস্তরের মেধাবী, চৌকস এবং সচেতন একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি হবে। উপকৃত হবে সারা দেশের মানুষ। চতুর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভোলেশনে তাল মিলিয়ে বাংলাদেশ পৌঁছে যাবে এক উন্নত রাষ্ট্রে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা শাখার  নিরাপদ সড়ক চাই-এর সভাপতি মো. জামাল হোসেন, বুড়ুইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক জিয়া, নন্দীগ্রাম সরকরি মহিলা কলেজের প্রভাষক মেরাজ মোহাম্মদ নবী-উল ইসলাম, পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আলী আজম, সহকারী শিক্ষক তাসলিমা খাতুন প্রমুখ।

শিক্ষাঙ্গন থেকে আরও পড়ুন

আরও খবর

শিক্ষাঙ্গন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status