ঢাকা, ২০ জানুয়ারি ২০২৫, সোমবার, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১৯ রজব ১৪৪৬ হিঃ

শিক্ষাঙ্গন

সাউথ পয়েন্টের দুই শিক্ষার্থীর আউটস্ট্যান্ডিং লার্নার অ্যাওয়ার্ড অর্জন

(১ মাস আগে) ২ ডিসেম্বর ২০২৪, সোমবার, ৮:৩০ অপরাহ্ন

mzamin

সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের সাফল্যের ধারাবাহিকতায় এ বছরও দুই শিক্ষার্থী সম্মানজনক ‘আউটস্ট্যান্ডিং কেমব্রিজ লার্নার অ্যাওয়ার্ড’ অর্জন করেছে। তারা হলেন, ঋষ্য ঋষভ এবং আহনাফ আন্নাফি ফামান। কেমব্রিজ অ্যাসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশন (সিএআইই) শিক্ষার্থীদের নিষ্ঠা ও একাগ্রতার স্বীকৃতিস্বরূপ এই অ্যাওয়ার্ড প্রদান করে।
ঋষ্য ঋষভ কেমব্রিজ ও লেভেল পরীক্ষায় ম্যাথ-ডি বিষয়ে সারা বিশ্বে সর্বোচ্চ নম্বর পেয়ে সম্মাননা অর্জন করেছে, যা প্রাপ্ত বিষয়ে তার জ্ঞান ও প্রজ্ঞার স্বীকৃতিস্বরূপ। অন্যদিকে আহনাফ আন্নাফি ফামান কেমব্রিজ ইন্টারন্যাশনাল এএস লেভেল ম্যাথমেটিকসে পুরো বিশ্বে সর্বোচ্চ নম্বর এবং কেমব্রিজ ইন্টারন্যাশনাল এএস লেভেল ফারদার ম্যাথমেটিকস- এ পুরো বাংলাদেশের সব শিক্ষার্থীকে ছাড়িয়ে সর্বোচ্চ নম্বর অর্জনের জন্য মোট দুটো সম্মাননা অর্জন করেছে।
প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা বলছেন, এ দুই শিক্ষার্থীর প্রাপ্তির অন্যতম কারণ তাদের পরিশ্রম, পরিবারের সহায়তা, প্রতিষ্ঠানের বনানী শাখার শিক্ষকমন্ডলীর দিকনির্দেনার প্রতিফলন ঘটেছে। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ শাহনাজ বেগম দুই শিক্ষার্থীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বিজ্ঞপ্তি। 
 

শিক্ষাঙ্গন থেকে আরও পড়ুন

Bangladesh Army

শিক্ষাঙ্গন সর্বাধিক পঠিত

পাশের হার ৮৫ দশমিক ৬১/ বাউবির এইচএসসি’র ফল প্রকাশ

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status