শিক্ষাঙ্গন
উপবৃত্তির আওতায় আসছে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষার্থীরা
স্টাফ রিপোর্টার
(৪ দিন আগে) ২০ মে ২০২৫, মঙ্গলবার, ৫:৩০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:০৩ পূর্বাহ্ন

১৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের উপবৃত্তি দিতে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক বেনজীর আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, অনুদানভুক্ত ১৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের (ইবতেদায়ী ১ম শ্রেণি হতে ৫ম শ্রেণি পর্যন্ত) উপবৃত্তি প্রদানের প্রস্তাবে যথাযথ কর্তৃপক্ষের সদয় নীতিগত অনুমোদন রয়েছে। উক্ত অনুমোদনের আলোকে অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন iBAS++ এর মাধ্যমে জিটুপি পদ্ধতিতে উপবৃত্তি প্রদান কার্যক্রম চলমান রয়েছে। এ অবস্থায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারগণকে EESP MIS সিস্টেমের লাইভ সার্ভারের প্রবেশ করে আগামী ২৫শে মে বিকাল ৫টার মধ্যে প্রতিষ্ঠানের তথ্য প্রদান করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
পাঠকের মতামত
আগে শিক্ষকদের বেতন নিশ্চিত করা জরুরি।