ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

শিক্ষাঙ্গন

নতুন শিক্ষাক্রমে পরিবর্তন আনার ইঙ্গিত শিক্ষামন্ত্রীর

স্টাফ রিপোর্টার

(৩ মাস আগে) ১২ জানুয়ারি ২০২৪, শুক্রবার, ৬:৩৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:২৮ অপরাহ্ন

mzamin

নতুন শিক্ষাক্রম ও মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেছেন, নতুন কারিকুলাম বিষয়ে বিচার-বিশ্লেষণ করে দেখছি। এখানে যেসব বিষয় পরিবর্তন করা প্রয়োজন, সেগুলো অবশ্যই পরিবর্তন করা হবে।

শুক্রবার বিকেলে রাজধানীর বনানীতে নিজ বাসায় এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) নেতৃবৃন্দের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। এ সময় নতুন শিক্ষামন্ত্রীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) নেতৃবৃন্দ। মন্ত্রী ইরাবের সদস্যদের সঙ্গে নতুন কারিকুলামসহ শিক্ষা সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলাপ-আলোচনা করেন।

শিক্ষামন্ত্রী বলেন, নতুন শিক্ষাক্রমে অনেক চ্যালেঞ্জ রয়েছে। মূল্যায়ন পদ্ধতির চ্যালেঞ্জের কথা যদি বলেন সেখানে বলব, নতুন শিক্ষাক্রমে কিছু বিষয় যোগ হয়েছে। এগুলো আমরা দেখছি। এখানে মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন করতে হবে। এছাড়া নতুন শিক্ষাক্রমে আরও বেশকিছু পরিবর্তন করতে হবে। নতুন শিক্ষাক্রমে এখন যে একেবারে শতভাগ স্থায়ী তা কিন্তু নয়।

বিজ্ঞাপন
আমরা এর আগেও বলেছি, আমাদের সে সংশোধনগুলো আসবে সেগুলো আমরা সমাধান করব।

শিক্ষা মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পেয়েই তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে নজর দিতে চান নওফেল। তিনি বলেন, শেখ হাসিনা আমাকে নতুন সরকারের নতুন দায়িত্ব দিয়েছেন। পূর্বের অভিজ্ঞতার আলোকে আমরা সকল অংশীজনের সঙ্গে আলোচনা করে কাজ করব। আমরা কর্মসংস্থানের বিষয়ে সবচেয়ে বেশি জোর দিচ্ছি। স্মার্ট বাংলাদেশে, স্মার্ট নাগরিকের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে।

তিনি আরও বলেন, কর্মসংস্থান সংশ্লিষ্ট যত দক্ষতা আছে, সেগুলো আমরা আমাদের কারিকুলামে নিয়ে আসতে চাই। এতে করে আমাদের শিক্ষার্থীরা কর্মসংস্থানের বিষয়টি মাথায় রেখে নিজেদের শিক্ষা বিষয়ে পরিকল্পনা সাজাতে পারবে। মূলত কর্মসংস্থানের বিষয়টি মাথায় আমরা নিজেরাও পুরো শিক্ষাব্যবস্থা নিয়ে কাজ করতে চাই।

পাঠকের মতামত

শিক্ষাক্রম নিয়ে আর কোনো বিতর্ক যাতে না ঘটে এমন কিছু করার জন্য মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট আবেদন জানাচ্ছি

মোঃ ফাইজুল মাঝি
৩০ জানুয়ারি ২০২৪, মঙ্গলবার, ৮:৪৭ পূর্বাহ্ন

নতুন বিনোদন! মন্ত্রি পরিবর্তনের সাথে সাথে সিলেবাস পদ্ধতি/ মূল্যায়ন পদ্ধতি/ শপথ সব কিছু পদ্ধতি হয়ে যায়?

এম.এস.এ বাবু
১৬ জানুয়ারি ২০২৪, মঙ্গলবার, ৪:০৩ পূর্বাহ্ন

New education minister thank you for right decision

Yusuf
১৬ জানুয়ারি ২০২৪, মঙ্গলবার, ৩:৪৩ পূর্বাহ্ন

100% Right decision

Mostofa
১৫ জানুয়ারি ২০২৪, সোমবার, ৬:২৫ অপরাহ্ন

শিক্ষা কারিকুলাম পরিবর্তনে ধর্মীয় শিক্ষার গুরত্ব বাড়াতে হবে।

বেলায়েত হোসেন
১২ জানুয়ারি ২০২৪, শুক্রবার, ৯:৪০ অপরাহ্ন

এটা কোন শিক্ষা কারিকুলামই নয়। পুরোটাই বাতিল করে সর্বস্তরের জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে নতুন কারিকুলাম প্রনয়ন করতে হবে।

মো হেদায়েত উল্লাহ
১২ জানুয়ারি ২০২৪, শুক্রবার, ৬:৪১ পূর্বাহ্ন

শিক্ষাঙ্গন থেকে আরও পড়ুন

   

শিক্ষাঙ্গন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status