ঢাকা, ৮ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ২৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

শিক্ষাঙ্গন

জমকালোভাবে অনুষ্ঠিত হলো ইউনিভার্সিটি অব স্কলার্সের কনভোকেশন

অনলাইন ডেস্ক

(১ মাস আগে) ২২ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার, ৪:৫১ অপরাহ্ন

mzamin

জমকালো আয়োজনের মধ্য দিয়ে ইউনিভার্সিটি অব স্কলার্স-এর কনভোকেশন অনুষ্ঠিত হয়েছে। ঢাকা ক্যান্টনমেন্ট-এর সেনাপ্রাঙ্গনে আয়োজিত এই প্রোগ্রামে ২ হাজারেরও বেশি শিক্ষার্থীকে কনভোকেশন দেওয়া হয়। এটি ইউনিভার্সিটি অব স্কলার্সের একাডেমিক যাত্রায় একটি উল্লেখযোগ্য মাইলফলক হয়ে থাকবে। 

প্রোগ্রামে ইউনিভার্সিটির ফ্যাকাল্টি মেম্বার্স, গ্রাজুয়েটেড শিক্ষার্থী ছাড়াও শতাধিক কর্পোরেট ইন্ডাস্ট্রিয়াল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া, কনভোকেশন প্রেসিডেন্ট হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান; ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এনামুল বশির। অতিথিরা গ্র্যাজুয়েটদের হাতে বিশেষ অ্যাওয়ার্ড ও আনুষ্ঠানিকভাবে ডিগ্রি হস্তান্তর করেন। অনুষ্ঠানের কনভোকেশন স্পিকার হিসেবে বক্তব্য রাখেন ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী।

২১ ব্যাচের মোট ৩৫জন শিক্ষার্থীকে তাদের অসাধারণ একাডেমিক পারফর্ম্যান্সের স্বীকৃতিস্বরূপ চ্যান্সেলর গোল্ড মেডেল প্রদান করা হয়।  

সেসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “আজ সবার একাডেমিক যাত্রার সমাপ্তি হচ্ছে, আর এখান থেকেই শুরু হবে সুস্থ সমাজ ও সমৃদ্ধ দেশ গঠনে সবার নতুন যাত্রা। সবাই সততা ও দায়িত্ববোধের সাথে তোমাদের জ্ঞান প্রয়োগ করবে এবং বিশ্বব্যাপি ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখবে বলে আমি আশা করছি।”

ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এনামুল বশির বলেন, “শিক্ষার্থীদের এমন ডেডিকেশন ও ডিটারমিনেশন সত্যিই প্রশংসনীয়। আগামীর পথচলায় সবাই এই বিশ্ববিদ্যালয়ের মান ও নৈতিক মূল্যবোধ বজায় রাখবে বলে আমি আশা করছি। সবার জন্য অসংখ্য শুভকামনা ও ভালোবাসা।”

ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অ্যাডমিরাল মুহাম্মদ ফরিদ হাবিব (অবসরপ্রাপ্ত) বলেন, “আজকের গ্র্যাজুয়েটদের সাফল্য তাদের প্রতিভা ও উদ্ভাবনী দক্ষতা বিকাশে ইউনিভার্সিটি অব স্কলারসের প্রতিশ্রুতির প্রতিফলনস্বরূপ। ভবিষ্যতে তারা আরও সাফল্য অর্জন করবে এবং সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমার বিশ্বাস।”

শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর মর্যাদা) অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম তাঁর বক্তৃতায় শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিশ্যতের জন্য শুভকামনা জানান। এছাড়া, বিওটি’র ভাইস চেয়ারম্যান মো. আরিফুল হক শুহান তাঁর বক্তব্যে গ্র্যাজুয়েটদের সাফল্য কামনা করেন এবং দেশ গঠনে উৎসাহিত করেন।

বক্তব্য শেষে সবাই একত্রে মধ্যাহ্নভোজ সম্পন্ন করে। বিকেলে টপ গ্র্যাজুয়েটরা তাদের অভিজ্ঞতা ও অনুভূতি শেয়ার করে। পরবর্তীতে বিশেষ পুরস্কার প্রদানের মাধ্যমে প্রোগ্রাম শেষ হয়।

শিক্ষাঙ্গন থেকে আরও পড়ুন

আরও খবর

শিক্ষাঙ্গন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: news@emanabzamin.com
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status