শিক্ষাঙ্গন
ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের অধিভুক্ত মাদ্রাসায় ফাজিল পাস পরীক্ষা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ১৪ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার, ৭:৫৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:১০ অপরাহ্ন

ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের অধিভুক্ত মাদ্রাসাসমূহে ২০২৩ শিক্ষাবর্ষের ফাজিল (স্নাতক) পাস ১ম, ২য় ও ৩য় বর্ষ পরীক্ষা শুরু হয়েছে। মঙ্গলবার সারা দেশে একযোগে ৩১৭ টি কেন্দ্রে ১ লক্ষ ১২ হাজার পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন। পরীক্ষা শুরুর দিনই ঢাকাস্থ সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসা এবং তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শামছুল আলম। এসময় ভাইস চ্যান্সেলরের সঙ্গে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যায়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ আবু জাফর খান ও ডিন অধ্যাপক ড. মোহাম্মদ অলী উল্যাহ।
এদিন ফাজিল পাস ১ম ও ৩য় বর্ষ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা পরিদর্শনকালে শিক্ষার্থীদের উপস্থিতি ও নকল মুক্ত পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ শামছুল আলম। এসময় তিনি মাদ্রাসা-ই- আলিয়া ঢাকায় ফাজিল (স্নাতক) পরীক্ষায় অংশগ্রহণকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত শিক্ষার্থী মো. হাবিবুল্লাহ হামীমের খোঁজ নেন এবং তার চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয় থেকে আর্থিক সহায়তার আশ্বাস প্রদান করেন। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য মাদ্রাসাসমূহ ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীদের অভিনন্দন ও শুভ কামনা জানান তিনি।