শিক্ষাঙ্গন
প্রাথমিক থেকে কলেজ পর্যন্ত ৭দিন বন্ধ ঘোষণা
স্টাফ রিপোর্টার
(৫ মাস আগে) ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ২:৩৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৩৯ পূর্বাহ্ন
চলমান তাপদাহের কারণে প্রাথমিক থেকে কলেজ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সাত দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বলা হয়, চলমান তাপদাহে শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় আগামী ২১শে এপ্রিল থেকে ২৭শে এপ্রিল পর্যন্ত সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয়সমূহ ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলো বন্ধ থাকবে।
সেইসঙ্গে সারা দেশের উপর দিয়ে চলমান তাপদাহ ও আবহাওয়া দপ্তরের সতর্কতা জারির পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন সকল সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পূর্বনির্ধারিত ছুটি শেষে ২১শে এপ্রিল খোলার পরিবর্তে আগামী ২৮শে এপ্রিল খুলবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
যার ফলে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় এবং সরকারি-বেসরকারি কলেজ, মাদ্রাসা, কারিগরি প্রতিষ্ঠান আগামী ২৭শে এপ্রিল পর্যন্ত বন্ধই থাকছে। ২৮শে এপ্রিল থেকে পুনরায় ক্লাস শুরু হবে। ঈদের ছুটি শেষে রোববার থেকে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস শুরুর কথা ছিল।
ভারতের পশ্চিমবংগ রাজ্যের সকল বিদ্যুালয় অনিদিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা। আমাদের দেশে ও একই ভাবে ঘোষণা দেওয়া দরকার ছিল, যতদিন আবহাওয়ার উন্নতি না হয়।
Khubi valo khabor,hajar basor jio sikkha montre!
আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর সিদ্ধান্ত।