শিক্ষাঙ্গন
১০ ডিগ্রির নিচে তাপমাত্রা নামলে বন্ধ থাকবে স্কুল
স্টাফ রিপোর্টার
(৮ মাস আগে) ১৬ জানুয়ারি ২০২৪, মঙ্গলবার, ৪:০৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৬ পূর্বাহ্ন
দেশজুড়ে বইছে শৈত্যপ্রবাহ। শীতকালীন বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিক্ষার্থীরা। কষ্ট হচ্ছে স্কুলে যেতে। এরই প্রভাবে স্কুল পর্যায়ে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা নামলে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা আবুল খায়ের মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পূর্বে ১৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছিল। এটি পরিবর্তন করে নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা নামলে মাধ্যমিক প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পূর্বের চিঠি পরিবর্তন করে আজকেই নতুন চিঠি দেয়া হবে।
এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিনও একই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা নেমে আসলে প্রাথমিক স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হবে। শিগগিরই তা জানিয়ে দেয়া হবে।
তাপমাত্রা মাপার যন্ত্র তো ঘরে ঘরে নেই। সাধারণ জনগণ কিভাবে বুঝবে প্রতিদিনের তাপমাত্রা কত।
১০ এর নিচে নামবে ও না , এটা হবেও না। উচিত ছিল ১৫ ডিগ্রী ধরা।
লেজেগোবরে অবস্থা। যেমন সরকারে, তেমন প্রশাসনে তেমন শিক্ষা ব্যাবস্থায় !! উদ্ধার কর ঈশ্বর !
এই নির্দেশনা বাস্তবায়নের পূর্বেই যেন মাধ্যমিক স্কুলগুলোতে যেন ছাত্রছাত্রীদের পাঠ্যবই গুলো দিয়ে দেয়া হয় যাতে করে ছাত্রছাত্রীদের হোম ষ্টাডিতে ব্যাঘাত না ঘটে। [email protected]
রাতের না দিনের তাপমাত্রা? আমার এলাকায় গত কয়েক দিন ধরে সকাল বেলায় তাপমাত্রা ১১ বিকেলের তাপমাত্রা ২২ সর্বোচ্চ, এক্ষেত্রে কোন সময়ের তাপমাত্রা ফলো করবো?