শিক্ষাঙ্গন
৫ জেলার স্কুল-কলেজ বন্ধ ঘোষণা
স্টাফ রিপোর্টার
(৫ মাস আগে) ২৮ এপ্রিল ২০২৪, রবিবার, ৮:৩১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:৩৩ অপরাহ্ন
দেশে চলমান তাপদাহের কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে পরামর্শক্রমে ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার সকল মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান আগামীকাল সোমবার বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়। এতে আরও বলা হয়, তবে যে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে সেই সকল শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ চাইলে খোলা রাখতে পারবে। আগামীকাল পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। তাপপ্রবাহের কারণে এক সপ্তাহ বন্ধ থাকার পর আজ রোববার খোলে শিক্ষাপ্রতিষ্ঠান।
তবে, ঢাকাসহ পাঁচ জেলায় মাধ্যমিক স্কুল ও কলেজ বন্ধ ঘোষণা করা হলেও খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়। রোববার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি জানায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়, প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে নতুন কোনো সিদ্ধান্ত নেই। যেহেতু প্রাথমিকের সব ক্লাস মর্নিং এ হবে তাই প্রাথমিক খোলাই থাকবে।
হ য ব র ল