অনলাইন
সিএনএন বাংলার কার্যক্রমে আদালতের নিষেধাজ্ঞা
স্টাফ রিপোর্টার
(২ বছর আগে) ১ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার, ৮:২৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৫৬ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন চ্যানেল ক্যাবল নিউজ নেটয়ার্ক (সিএনএন) এর নাম-লোগো ব্যবহার করে বাংলাদেশে ‘সিএনএন বাংলা’র কার্যক্রম পরিচালনার ওপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার জেলা জজ আদালতের বিচারক এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া এ আদেশ দেন। আদালতে সিএনএন-এর পক্ষে মামলায় শুনানি করেন দ্য ল’ কাউন্সেল এর ব্যারিস্টার মোহাম্মদ শাহনেওয়াজ। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার মাহমুদ আল মামুন। এর আগে গত ১৬ নভেম্বর যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন চ্যানেল ক্যাবল নিউজ নেটয়ার্ক (সিএনএন) বাংলাদেশে সিএনএন-বাংলা টিভি নিউজের স্বত্বাধিকারী শাহিন আল মামুনের বিরুদ্ধে মামলা দায়ের করে। ওই মামলায় সিএনএন-বাংলা টিভি নিউজের কার্যক্রমের ওপর চিরস্থায়ী নিষেধাজ্ঞা চাওয়া হয়। সে মামলার প্রাথমিক শুনানি নিয়ে ‘সিএনএন বাংলা’র কার্যক্রম পরিচালনার ওপর অন্তর্র্বতীকালীন নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।