খেলা
সেমিফাইনালে বসুন্ধরা কিংস ও শেখ রাসেল
স্পোর্টস রিপোর্টার
২৭ নভেম্বর ২০২২, রবিবারস্বাধীনতা কাপের সেমিফাইনালে উঠেছে বসুন্ধরা কিংস ও শেখ রাসেল ক্রীড়া চক্র। গতকাল মুন্সিগঞ্জে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারিয়েছে সেমিফাইনাল নিশ্চিত করে কিংস। ম্যাচে গোল দু’টি করেন রাকিব হোসেন ও রবসন রোবিনহো। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীকে ১-০ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করে শেখ রাসেল ক্রীড়া চক্র। একমাত্র গোলটি করেছেন এমফন উদোহ। মুন্সীগঞ্জে ম্যাচের ৩৪ মিনিটে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। রিমনের লম্বা ক্রস জায়গা ছেড়ে ফেরাতে আসেন মোহামেডান গোলরক্ষক হাবিব বিপু কিন্তু গ্লাভসে আটকাতে না পারায় বল পেয়ে যান রাকিব হোসেন। ফাকা পোস্টে সহজেই লক্ষ্যভেদ করেন রাকিব। প্রথমার্ধে আর ব্যবধান বাড়াতে পারেনি কিংস। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে প্রচেষ্টা চালায় মোহামেডান।
মন্তব্য করুন
খেলা থেকে আরও পড়ুন
খেলা সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]