ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

সেমিফাইনালে বসুন্ধরা কিংস ও শেখ রাসেল

স্পোর্টস রিপোর্টার
২৭ নভেম্বর ২০২২, রবিবার

স্বাধীনতা কাপের সেমিফাইনালে উঠেছে বসুন্ধরা কিংস ও শেখ রাসেল ক্রীড়া চক্র। গতকাল মুন্সিগঞ্জে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারিয়েছে সেমিফাইনাল নিশ্চিত করে কিংস। ম্যাচে গোল দু’টি করেন রাকিব হোসেন ও রবসন রোবিনহো। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীকে ১-০ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করে শেখ রাসেল ক্রীড়া চক্র। একমাত্র গোলটি করেছেন এমফন উদোহ। মুন্সীগঞ্জে ম্যাচের ৩৪ মিনিটে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। রিমনের লম্বা ক্রস জায়গা ছেড়ে ফেরাতে আসেন মোহামেডান গোলরক্ষক হাবিব বিপু কিন্তু গ্লাভসে আটকাতে না পারায় বল পেয়ে যান রাকিব হোসেন। ফাকা পোস্টে সহজেই লক্ষ্যভেদ করেন রাকিব। প্রথমার্ধে আর ব্যবধান বাড়াতে পারেনি কিংস। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে প্রচেষ্টা চালায় মোহামেডান।

বিজ্ঞাপন
কিন্তু কিংসের রক্ষণ ভাঙতে পারেনি সাদা-কালোরা। উলটো গোল খেয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। ৮৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রবসন রবিনহো। ডোরিয়েলটনের সঙ্গে ওয়ান- টু-ওয়ান খেলে বক্সের বাইরে থেকে নেওয়া শটে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। সেমিফাইনালে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ বাংলাদেশ পুলিশ ও মুক্তিযোদ্ধা সংসদের মধ্যকার ম্যাচের জয়ী দল। দিনের আরেক কোয়ার্টার ফাইনালে ছন্দময় ফুটবল খেলে শেষ চার নিশ্চিত করে জুলফিকার মাহমুদ মিন্টুর দল। তবে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে প্রথমার্ধে পায়নি গোলের দেখা। বেশ কয়েকবার সুযোগ তৈরি করেও লক্ষ্যভেদ করতে পারেনি। অবশেষে ৮৫ মিনিটে ডেড লক ভাঙে শেখ রাসেল ক্রীড়া চক্র। হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসের জোড়াল শট এক ডিফেন্ডারের গায়ে লেগে দিক বদলে চলে যায় ফাঁকায় থাকা এমফন উদোহর পায়ে। কোনাকুনি থেকে গতির শটে লক্ষ্যভেদ করেন নাইজেরিয়ান এই ফরোয়ার্ড। আর এতেই নিশ্চিত হয়ে যায় শেষ চারে খেলা। সেমিফাইনালে শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রতিপক্ষ আবাহনী লিমিটেড ও শেখ জামালের মধ্যকার ম্যাচের জয়ী দল।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status