ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

শেষের পাতা

জানুয়ারি থেকে ডলার সংকট থাকবে না- সালমান এফ রহমান

মেহেরপুর প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২২, রবিবার
mzamin

মেহেরপুরের মুজিবনগর সফরে এসে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, মেহেরপুরে উপযুক্ত জমি পাওয়া গেলে বিষয়টি ভেবে দেখা যেতে পারে। এখানেও একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল করা যেতে পারে। আগামী জানুয়ারি থেকে দেশে যে ডলার সংকট রয়েছে তা আর থাকবে না। সব সংকট ঠিক হয়ে যাবে। রমজান মাসের আগে যা যা আমদানি করার কথা সেগুলো হবে, রমজান মাসে কোনো সমস্যা হবে না। আমরা যখন বিভিন্ন জিনিস বাইরে থেকে আমদানি করছি, তখন সেটার একটা ইফেক্ট আসছে। তার পরেও সরকারি সহায়তা হিসেবে দেশের ১ কোটি পরিবারের ৫ কোটি মানুষকে টিসিবি’র পণ্য কার্ডের মাধ্যমে স্বল্পমূল্যে দিয়ে আসছি। দেশের ১৬ কোটি মানুষের মধ্যে ৫ কোটি মানুষ যদি স্বল্প মূল্যে খাদ্য সহায়তা পায়, তাহলে বাকি রইলো খুবই অল্প সংখ্যক মানুষ। মেহেরপুরে শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা বিষয়ে  তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে, কৃষি জমি নষ্ট করে শিল্প ইন্ডাস্ট্রি স্থাপন করা যাবে না। 
গতকাল মুজিবনগরে আইএফআইসি ব্যাংকের হাজারতম উপ-শাখা উদ্বোধনের আগে মুজিবনগর স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন, মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার মো. রাফিউল আলম, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সদর উজেলা চেয়ারম্যান এডভোকেট ইয়ারুল ইসলাম, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসসহ আইএফআইসি ব্যাংকের ঊর্ধ্বধতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

 

 

বিজ্ঞাপন

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status