বাংলারজমিন
শাহজাদপুরে জাতীয় যুব জোটের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
১৫ মে ২০২২, রবিবার
কুষ্টিয়া জেলার জাতীয় যুব জোট দৌলতপুর উপজেলার সংগ্রামী সাধারণ সম্পাদক মাহবুবুর খান সোবাহানী সালামের খুনিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে শাহজাদপুর উপজেলা জাতীয় যুব জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিল শেষে বাসদ কার্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় যুব জোট নেতা শেখ লিটন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ আদিত্য, স্থানীয় যুব জোটের সাধারণ সম্পাদক মেহেদী হাসান লিটন, যুব জোটের সভাপতি সায়েমুল ইসলাম শোভন, জাসদ পৌর শাখার সাধারণ সম্পাদক জাহিদ হাসান ঝংকার ও জাতীয় যুব জোট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সংগ্রামী যুব নেতা হাসানুজ্জামান তুহিন। বক্তারা অতি দ্রুত খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।