ঢাকা, ৬ জুন ২০২৩, মঙ্গলবার, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ জিলক্বদ ১৪৪৪ হিঃ

বাংলারজমিন

দুর্লভপুর ইউপি’র নির্বাচন আবারো স্থগিত

শিবগঞ্জ (চাঁপাই নবাবগঞ্জ) প্রতিনিধি
১৫ মে ২০২২, রবিবার

আগামী ১৫ই জুন অনুষ্ঠিতব্য চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন আবারো স্থগিত করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাচন কর্মকর্তা তাসিনুর রহমান স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, ১২ই মে নির্বাচন কমিশনের স্মারকে নির্বাচন পরিচালনা কমিটির উপ-সচিব মো. আতিয়ার রহমানের স্বাক্ষরিত একটি পত্রের নির্দেশের আলোকে দুলর্ভপুর ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন তফসিল হতে বাদ দেয়া হলো। তবে নির্দিষ্ট করে কোনো বিষয় উল্লেখ করা হয়নি। উল্লেখ্য, গত বছরের ২৮শে নভেম্বর এই ইউপি’র নির্বাচনী তফসিল ঘোষণা করা হলেও ভোটগ্রহণের আগে নির্বাচন কমিশন স্মারকের নির্বাচন পরিচালনা কমিটির উপ-সচিব মো. আতিয়ার রহমানের স্বাক্ষরিত একটি আদেশের প্রেক্ষিতে এ নির্বাচন স্থগিত করা হয়। নির্বাচন কমিশন পরিচালনা-২ এর উপ-সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পত্রে দুর্লভপুরসহ দেশের ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status