ঢাকা, ৬ জুন ২০২৩, মঙ্গলবার, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ জিলক্বদ ১৪৪৪ হিঃ

বাংলারজমিন

আটোয়ারীতে শিক্ষক বরখাস্তের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি
১৫ মে ২০২২, রবিবারmzamin

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের মৌলভী শিক্ষক মো. মোস্তফা কামালকে সাময়িক বরখাস্ত করার প্রতিবাদে ওই বিদ্যালয়ের ছাত্রীরা বিক্ষোভ মিছিল করেছে। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন স্লোগান দিয়ে মৌলভী শিক্ষকের বিরুদ্ধে অন্যায়ভাবে বরখাস্তের আদেশ প্রত্যাহার ও  প্রধান শিক্ষকের বিচারের দাবিতে ক্লাস  বর্জনসহ বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করে ছাত্রীরা। পরে কিছু অভিভাবকসহ ছাত্রীরা বিক্ষোভ মিছিল নিয়ে প্রায় সাড়ে ৪ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে অবস্থান নেয়। উপজেলা নির্বাহী অফিসার ছাত্রীদের নিকট থেকে লিখিত আবেদন আহ্বান করেন। তিনি বলেন, লিখিত আবেদন পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি সকল ছাত্রীদেরকে ক্লাসে ফিরে যাওয়ার পরামর্শ দেন। ইউএনও’র আশ্বাস পেয়ে ছাত্রীরা ফিরে যায়। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্থানীয় জনপ্রতিনিধিদের সামনে বলেছেন, মৌলভী শিক্ষক ১ মিনিট দেরিতে বিদ্যালয়ে উপস্থিত হলে তাকে হাজিরা খাতায় অনুপস্থিত দেখাবো আর অন্য শিক্ষক ১ ঘণ্টা দেরিতে আসলেও হাজিরা খাতায় স্বাক্ষর করবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান শিক্ষক বলেন, মৌলভী শিক্ষকের প্রতি ব্যক্তিগত কোনো বিরোধ নেই। ওই ছাত্রীরা গত বৃহস্পতিবার মৌলভী শিক্ষক বরখাস্তের প্রতিবাদে ঘণ্টাব্যাপী বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছিল।

বিজ্ঞাপন
স্থানীয় জনপ্রতিনিধির আশ্বাসে সেদিন বিক্ষোভ বন্ধ হয়।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status