অনলাইন
কোচিং না করায় শিক্ষার্থীর ওপর বর্বরতা
সাতক্ষীরা প্রতিনিধি
(১ বছর আগে) ১৪ মে ২০২২, শনিবার, ১১:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:২২ অপরাহ্ন

শিক্ষকের কাছে কোচিং না করায় সাতক্ষীরার নলতা আইএইচটির এক শিক্ষার্থীকে তুলে নিয়ে অমানবিক নির্যাতন চালানো হয়েছে। শুক্রবার রাত দশটার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা আইএইচটির একটি কক্ষে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার শিক্ষার্থীর নাম সোলায়মান হোসেন। তিনি অভিযোগ করেন, তাকে নাহিদ ও রশিদ কলেজের চারতলায় একটি কক্ষে নিয়ে যায়। সেখানে আটকে জিআই পাইপ দিয়ে শরীরের স্থানে বেধড়ক পেটানো হয়। মাথায় কয়েকটি সেলাই দেয়া হয়েছে। নির্যাতনের শিকার সোলায়মান পটুয়াখালীর বাউফল উপজেলার মোহাম্মদ হানিফের ছেলে। তিনি আইএইচটির তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
সোলায়মানের সহপাঠী রিপন জানান, রেডিওলজি বিভাগের শিক্ষক সাইদ হাসানের নির্দেশে রাত ১০টার দিকে সোলায়মানকে ডেকে নিয়ে যায় নাহিদ, রশিদ ও রানা। তাদের মধ্যে নাহিদ ও রশিদ আইএইচটির ছাত্র এবং রানা ম্যাটসের ছাত্র। সেখানে নিয়ে রড দিয়ে পিটিয়ে মাখা ফাটিয়ে দেয়।