খেলা
জাতীয় ক্রীড়া পুরস্কারের অর্থ নিয়ে পুষ্টিহীন শিশুদের পাশে ফিফা রেফারি তৈয়ব হাসান
স্পোর্টস রিপোর্টার
১৪ মে ২০২২, শনিবার
বাংলাদেশের একমাত্র রেফারি হিসেবে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল পরিচালনা করেছিলেন তৈয়ব হাসান। ২০১৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত বনাম আফগানিস্তান ম্যাচে নিজের পরা সেই জার্সিটি নিলামে বিক্রি করেছিলেন ২০২০ সালে। করোনাকালে জার্সিটি বিক্রি হয় ৫ লাখ ৫৫ হাজার টাকায়। সেই অর্থ তিনি বিতরণ করেণ করোনায় ক্ষতিগ্রস্ত খেলোয়াড়, সংগঠক, রেফারিসহ অনেকের মধ্যেই। খোদ ফিফা সভাপতি ইনফান্তিনো তাকে বিশেষ প্রশংসাপত্র পাঠিয়েছেন এ উদ্যোগের জন্য। এবার জাতীয় ক্রীড়া পুরস্কারের এক লাখ টাকাও তৈয়ব হাসান বিলিয়ে দিবেন সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগরের উপকূলীয় এলাকায় অনূর্ধ্ব পাঁচ বছরের পুষ্টিহীন শিশুদের মাঝে।
১৯৭৬ সালে প্রবর্তিত জাতীয় ক্রীড়া পুরস্কার অতীতে কখনোই রেফারিদের দেয়া হয়নি। পুরস্কারটা সীমাবদ্ধ ছিল মূলত খেলোয়াড়, সংগঠক, কোচদের মধ্যে। কিন্তু এবার ২০১৩-২০২০ পর্যন্ত একসঙ্গে যে ৮৫ জনকে পুরস্কার দেয়া হলো, তাদের মধ্যে দুজন রেফারি। তৈয়ব হাসান ছাড়া অন্যজন হলেন বাংলাদেশের রেফারিং জগতের গুরু জেড আলম, যাকে দেশের রেফারিংয়ের অগ্রপথিক বলেন তৈয়ব। জেড আলমকে পুরস্কার দেয়া হয়েছে ২০১৩ সালের ফুটবল সংগঠক হিসেবে।