খেলা
ফ্রান্স যাচ্ছে আরচারি দল
স্পোর্টস রিপোর্টার
১৪ মে ২০২২, শনিবারএশিয়া কাপ আরচারিতে অংশ নিয়ে তিনটি রুপা ও পাঁচটি ব্রোঞ্জ জিতে দেশে ফিরছেন সিনিয়র আরচাররা। এবার পালা জুনিয়রদের। সামার স্কুল গেমসে অংশ নিতে আজ ফ্রান্সে যাচ্ছে সাত সদস্যের বাংলাদেশ আরচারি দল। ১৬ হতে ২১শে মে নরম্যান্ডিতে অনুষ্ঠিত হবে গেমস। আরচারি ফেডারেশনের সহায়তায় এবং বিকেএসপি’র অর্থায়নে এই গেমসে অংশ নেবেন তিনজন রিকার্ভ পুরুষ, একজন রিকার্ভ নারী এবং একজন করে কম্পাউন্ড পুরুষ ও নারী আরচার। ফ্রান্সগামী দলের সদস্যরা হলেন মিশাদ প্রধান, সাগর ইসলাম, রাকিব মিয়া, ফামিদা সুলতানা নিশা, আসিফ মাহমুদ ও পুস্পিতা জামান। দলের সঙ্গে কোচ হিসেবে যাচ্ছেন নুরে আলম।