অনলাইন
প্রথম বাংলাদেশি বংশোদ্ভুত বৃটিশ হিসেবে আকি রহমানের এভারেস্ট জয়
স্টাফ রিপোর্টার
(৩ দিন আগে) ১৩ মে ২০২২, শুক্রবার, ৫:১০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:২৯ অপরাহ্ন

পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত বৃটিশ নাগরিক আখলাকুর রহমান ওরফে আকি রহমান। গত ১১ এপ্রিল আকি রহমান ওল্ডহ্যাম থেকে নেপালের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন তিনি। শুক্রবার নেপাল সময় সকাল সাড়ে সাতটায় তিনি চূড়ায় পৌঁছান। নেপাল থেকে শেরপারা লন্ডনের স্থানীয় একটি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তবে নেটওয়ার্কের বাইরে থাকায় তার এভারেস্ট জয়ের কোনো ছবি পাওয়া যায়নি। আকি রহমান প্রথম বৃটিশ মুসলিম বাংলাদেশি ও প্রথম সিলেটি, যে পায়ে হেঁটে এভারেস্টের চূড়ায় গিয়েছেন। অনেকেই এভারেস্টের বিভিন্ন বেজ-ক্যাম্পে গেলেও এখন পর্যন্ত এভারেস্টের চূড়ায় কোনো বৃটিশ মুসলিম, বৃটিশ বাঙালি বা সিলেটি পায়ে হেঁটে যায়নি। আকি রহমান সিলেটের সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী মরহুম হাজি ইছকন্দর আলীর ছেলে। তিনি বিশ্বজুড়ে আকি রহমান নামেই পরিচিত। মাত্র দেড় বছর বয়সে আকি রহমান পরিবারের সঙ্গে পাড়ি জমান যুক্তরাজ্যের ইংল্যান্ডে