শেষের পাতা
জনশুমারি যাচাই জরিপ শুরু ১০ই অক্টোবর
স্টাফ রিপোর্টার
৪ অক্টোবর ২০২২, মঙ্গলবারজনসংখ্যার তথ্যে গরমিল হলে সার্বিক অর্থনৈতিক ব্যবস্থাপনা বাধাগ্রস্ত হয়। তাই ‘জনশুমারি ও গৃহগণনা- ২০২২’ এর প্রকাশিত ফলাফল আরও স্বচ্ছ করতে শুরু হচ্ছে শুমারি পরবর্তী যাচাই। গ্রহণযোগ্য জনসংখ্যার হিসাব নিরূপণের উদ্দেশে কার্যক্রমটি হাতে নিয়েছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান-বিআইডিএস। সংস্থাটি আগামী ১০ থেকে ১৬ই অক্টোবর পর্যন্ত সারা দেশের মোট ৩৫৪টি নমুনা এলাকা ধরে গণনা যাচাই জরিপ করবে। গতকাল সকালে জনশুমারি ও গৃহগণনা যাচাই প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয় ।
অনুষ্ঠানে বলা হয়, নির্বাচিত গণনা এলাকায় ৯ই অক্টোবর যারা খানায় অবস্থান করেছেন তাদের তথ্য ট্যাবের মাধ্যমে বিআইডিএস নিয়োগ করা গণনাকারীরা সরাসরি সাক্ষাৎকার পদ্ধতিতে সংগ্রহ করবেন। অনুষ্ঠানে আরও জানানো হয়, যাচাই জরিপ ট্যাবের মাধ্যমে কম্পিউটার অ্যাসিসটেড পারসোনাল ইন্টারভিউং (সিএপিআই) পদ্ধতিতে করা হবে। ৯ই অক্টোবর রাত ১২টা ১ মিনিটে নির্ধিারিত এলাকার অবস্থান করা সব নাগরিককে গণনার আওতায় আনা হবে। এছাড়া ছয় মাসের কম সময়ের জন্য সাময়িকভাবে বিদেশে অবস্থান করা নির্দিষ্ট এলাকার সব বাংলাদেশি নাগরিককে পুনরায় গণনা করা হবে। এরপর নতুন তথ্যের সঙ্গে আগে পাওয়া শুমারির তথ্য মিলিয়ে দেখে বলা যাবে শুমারিতে কতটা ভুল-ত্রুটি হয়েছে। তারপর তথ্য সমন্বয় করে জনশুমারির মূল প্রতিবেদন তৈরি করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, আমাদের বিবিএস ভালো কাজ করছে।
রাজধানীর আগরগাঁও এ বিআইডিএস’র সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। বিশেষ অতিথি ছিলেন- পরিকল্পনা সচিব মামুন-আল-রশীদ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মতিউর রহমান। সভাপতিত্ব করেন- বিআইডিএস’র মহাপরিচালক ড. বিনায়ক সেন। এছাড়া বক্তব্য দেন- জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) মো. দিলদার হোসেন, পিইসি কার্যক্রমের সমন্বয়কারী ড. ইউনূস।
মন্তব্য করুন
শেষের পাতা থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]