ঢাকা, ১০ মে ২০২৫, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৬ হিঃ

ভারত

রাশিয়ার বিরুদ্ধে আবারো ভোটদান থেকে বিরত থাকলো ভারত

মানবজমিন ডিজিটাল

(২ বছর আগে) ১ অক্টোবর ২০২২, শনিবার, ১:৩৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:২২ পূর্বাহ্ন

mzamin

ফাইল ছবি

রাশিয়ার "অবৈধ গণভোট" এবং চারটি ইউক্রেনীয় অঞ্চলকে সংযুক্ত করার নিন্দা করে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে রাশিয়ার বিরুদ্ধে ভোটদান থেকে বিরত থাকলো ভারত। পাশাপাশি আলোচনার টেবিলে ফিরে আসার পথ খুঁজে বের করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে সহিংসতা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে ভারত। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং আলবেনিয়ার দ্বারা উত্থাপিত খসড়া প্রস্তাবের উপর ভোট দিয়েছে যা রাশিয়ার "ইউক্রেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানার মধ্যে অবৈধ গণভোট আয়োজনের" নিন্দা করেছে।প্রস্তাবে বলা হয়েছে যে রাশিয়ার অস্থায়ী নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের অঞ্চল লুহানস্ক, দোনেৎস্ক, খেরসন এবং জাপোরিঝিয়ায় ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত  গণভোট সংক্রান্ত রাশিয়ার পদক্ষেপ বেআইনি। এই প্রস্তাব আনা হয় আমেরিকা ও অ্যালবেনিয়ার তরফে। ১৫-জাতি পরিষদের মধ্যে ১০ টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয় এবং চীন, গ্যাবন, ভারত এবং ব্রাজিল ভোটদানে বিরত ছিল। এর ব্যাখ্যা হিসেবে জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি  রুচিরা কাম্বোজ বলেছেন যে ইউক্রেনের সাম্প্রতিক ঘটনাবলীর কারণে ভারত গভীরভাবে উদ্বিগ্ন এবং নয়াদিল্লি সর্বদা সমর্থন করেছে যে মানুষের জীবনের মূল্য দিয়ে কোনও সমাধান কখনও আসতে পারে না। তিনি বলেন- ''আমরা সহিংসতা ও শত্রুতা অবিলম্বে বন্ধের জন্য সংশ্লিষ্ট পক্ষের সকল প্রচেষ্টার আহ্বান জানাই। মতবিরোধ ও বিরোধ নিষ্পত্তির একমাত্র উত্তর সংলাপ, যদিও এই মুহূর্তে তা আতঙ্কজনক হতে পারে।''প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি সহ বিশ্ব নেতাদের সাথে তার আলোচনায় "দ্ব্যর্থহীনভাবে জানিয়েছিলেন - শান্তির পথের জন্য আমাদের কূটনীতির সমস্ত চ্যানেল খোলা রাখতে হবে। তিনি গত সপ্তাহে উচ্চ-স্তরের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালীন ইউক্রেন সম্পর্কে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের বিবৃতিও উল্লেখ করেছেন। উজবেকিস্তানের সমরকন্দে এসসিও শীর্ষ সম্মেলনের ফাঁকে পুতিনের উদ্দেশে মোদি বলেছিলেন যে "আজকের যুগ যুদ্ধের যুগ নয়"। সেই কথা মনে করিয়ে দিয়ে কাম্বোজ বলেন, নয়াদিল্লি  অবিলম্বে যুদ্ধবিরতি এবং সমাধানের জন্য একটি শান্তি আলোচনা আশা করে। ক্রমবর্ধমান পরিস্থিতির সামগ্রিকতা বিবেচনায় রেখে, ভারত রেজোলিউশনে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি। শুক্রবার ডনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝঝিয়া ও খেরসন আনুষ্ঠিকভাবে নিজেদের দখলে নিয়েছে রাশিয়া। এ প্রসঙ্গে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আগেই বলেছিলেন - "হুমকি বা শক্তি প্রয়োগের ফলে অন্য রাষ্ট্র কর্তৃক একটি রাষ্ট্রের ভূখণ্ড দখল করা জাতিসংঘ সনদের নীতি এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সমান। এটি একটি বিপজ্জনক প্রবৃত্তি। আধুনিক বিশ্বে এর কোনো স্থান নেই। এটা মেনে নেওয়া যাবে না ''

সূত্র : এনডিটিভি
 

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

ভারত সর্বাধিক পঠিত

পাকিস্তানে হামলা নিয়ে ভারতের পররাষ্ট্র সচিব/ দিল্লি অধিকার প্রয়োগ করেছে

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status