খেলা
সিরাজগঞ্জে আঁখিকে সংবর্ধনা
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার
গতকাল দুপুরে শাহজাদপুর উপজেলা শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আঁখি খাতুনকে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মেরিনা জাহান কবিতা। আঁখির বাবাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, ‘এই পুরুষ শাসিত সমাজের সকল রক্তচক্ষু উপেক্ষা করে যে আঁখি খাতুনের সৃষ্টি হয়েছে, সে আজ বিশ্ববাসীর কাছে নন্দিত হচ্ছে।’ তিনি বলেন, ‘আঁখি খাতুনের জন্য প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাড়ি করার জন্য জায়গা দিয়েছেন। সমস্ত আইনি জটিলতা দূর করে সেই জায়গা আঁখি খাতুনকে বুঝিয়ে দেওয়া হয়েছে। শীঘ্রই বসবাস করার জন্য তাকে বাড়ি করে দেওয়া হবে।’ এ সময় আঁখি খাতুনের জন্য নগদ ১ লাখ টাকা উপহার ঘোষণা করা হয়। শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মারুফ হোসেন সুনামের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী, সহকারী কমিশনার (ভূমি) মোঃ লিয়াকত সালমান, সহকারী পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) হাসিবুল আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রমুখ।
মন্তব্য করুন
খেলা থেকে আরও পড়ুন
খেলা সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]